TRENDING:

আজ সন্ধেয় বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ

Last Updated:

বৈশাখের শুরুতেই তীব্র দাবদাহ ৷ চলতি সপ্তাহে ৪০ ডিগ্রি ছুঁতে পারে পারদ ৷ আগামী সপ্তাহে আরও বাড়বে কলকাতার তাপমাত্রা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বৈশাখের শুরুতেই তীব্র দাবদাহ ৷ চলতি সপ্তাহে ৪০ ডিগ্রি ছুঁতে পারে পারদ ৷ আগামী সপ্তাহে আরও বাড়বে কলকাতার তাপমাত্রা ৷ স্বাভাবিকের থেকে বেশি থাকবে কলকাতার তাপমাত্রা ৷ তারই মধ্যে স্বস্তির বার্তা নিয়ে এল আলিপুর আবহাওয়া দফতর ৷ মঙ্গলবার সন্ধেয় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদে ৷ বৃষ্টি হতে পারে হুগলি ও বীরভূমেও ৷ অন্যদিকে পূর্ব বর্ধমানে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
advertisement

মৌসম ভবন সূত্রে খবর, দক্ষিণ–পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব শক্তিশালী থাকার ফলে এ বছর ৯৭ শতাংশ বৃষ্টিপাত হবে। তবে কোনও কোনও রাজ্যে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হবে বলেও জানানো হয়েছে ৷ ৯৬ শতাংশ ১০৪ শতাংশের মধ্যে থাকলে তাকে স্বাভাবিক বৃষ্টিপাত বলে ধরে নেওয়া হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর জাঁকজমকে বারাসাতকে টেক্কা! এই বছর নজর কাড়ল মধ্যমগ্রামের কোন কোন মণ্ডপ?
আরও দেখুন
বাংলা খবর/ খবর/কলকাতা/
আজ সন্ধেয় বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ