TRENDING:

যক্ষ্মা নির্মূলে তৎপর কলকাতা পুরসভা, জারি নির্দেশিকা

Last Updated:

লক্ষ যক্ষ্মাবিহীন সমাজ তৈরি ৷ আর যক্ষাকে সম্পূর্ণ নির্মূল করতে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে পুরসভা ৷ এক বিবৃতিতে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ জানিয়েছেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: লক্ষ যক্ষ্মাবিহীন সমাজ তৈরি ৷ আর যক্ষ্মা সম্পূর্ণ নির্মূল করতে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা ৷ এক বিবৃতিতে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ জানিয়েছেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের এবার থেকে প্রতিদিন কতজন যক্ষ্মার চিকিৎসা করলেন তার লিখিত বিবরণ রাখতে হবে ৷
advertisement

পড়তে থাকুন : বাঁশদ্রোণীতে বেআইনি মজুত বারুদে বিস্ফোরণ, এলাকায় চাঞ্চল্য

ওষুধ বিক্রেতাদের ক্ষেত্রেও একই নির্দেশিকা বহাল থাকবে প্রতিদিন বিক্রিত ওষুধের খতিয়ান রাখতে হবে সঠিক ভাবে ৷ সময়ে সময়ে তা পুরসভার দপ্তরে জমা দিতে হবে ৷ মনে করা হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এক নির্দেশিকার পরিপ্রেক্ষিতেই পুরসভার এই পদক্ষেপ ৷

advertisement

পড়ুন : কাটোয়ায় বিপর্যস্ত ইন্টারনেট ও মোবাইল পরিষেবা, সংঘর্ষে বিএসএনএল-রাজ্য বিদ্যুৎপর্ষদ কর্মীরা

সেরা ভিডিও

আরও দেখুন
শুধু রান্নার কাজে নয়, একাধিক রোগ নিরোধেও সাহায্য করে রসুন! ছোট্ট এই সবজির গুণাবলী জানেন?
আরও দেখুন

মনে করা হচ্ছে শহরে পুরসভা ডেঙ্গির বিরুদ্ধে যেমন অভিযান চালায় ঠিক তেমন ভাবেই যক্ষ্মার বিরুদ্ধেও অভিযান শুরু করবে ৷ জানা গেছে পুর প্রতিনিধিরা বাড়ি বাড়ি যক্ষ্মার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে ৷ পুরসভার স্বাস্থ্য কেন্দ্রেও চিকিৎসার ব্যবস্থা করা হবে ৷ বিভিন্ন রকমের প্রচারের মাধ্যমেও জন সচেতনতা গড়ে তোলা হবে , লক্ষ যক্ষ্মাহীন তিলোত্তমা গড়ে তোলা ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
যক্ষ্মা নির্মূলে তৎপর কলকাতা পুরসভা, জারি নির্দেশিকা