TRENDING:

মেট্রোয় মৃত্যুভয়! ধোঁয়ায় অসুস্থ ৪০ জন যাত্রী

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফের ব্যস্ত সময় মেট্রো বিভ্রাট ৷ মেট্রোয় ধোঁয়া-আতঙ্ক ! ময়দান স্টেশনে বৃহস্পতিবার আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে ৷ ময়দান স্টেশনে ঢোকার আগে কামরায় ধোঁয়া নজরে আসে যাত্রীদের ৷ স্টেশনের কাছে টানেলেই আটকে পড়ে ট্রেন ৷ আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন ৪০ জন যাত্রী ৷ প্রায় ১৩ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল ৷
advertisement

ট্রেন থেকে নামানো হয়েছে যাত্রীদের ৷ কবি সুভাষ-টালিগঞ্জগামী মেট্রো চলছে ৷ পাশাপাশি নোয়াপাড়া থেকে পার্ক স্ট্রিট মেট্রো চলছে ৷ ঘটনাস্থলে মেট্রোরেলের কর্মীরা, দমকল এবং  অ্যাম্বুল্যান্স ৷ ঘটনাস্থলে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলও ৷

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

আতঙ্কে কাচ ভেঙে অনেক যাত্রীরাই বেরনোর চেষ্টা করতে থাকেন। এর ফলে বেশ কয়েকজন যাত্রী আহত হন। হাত কেটে রক্ত বেরোতে থাকে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১ টি ইঞ্জিন। এক প্রত্যক্ষদর্শী জানান, পার্কস্ট্রিট থেকে সবে মেট্রোটি ছেড়েছিল। স্টেশন ছেড়ে ১০ মিটার যাওয়ার পরেই টানেলের মধ্যে মেট্রো রেকে আগুন লেগে যায়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
মেট্রোয় মৃত্যুভয়! ধোঁয়ায় অসুস্থ ৪০ জন যাত্রী