TRENDING:

এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণ, এই তথ্যগুলি জানা কিন্তু মাস্ট

Last Updated:

ভারত বনাম পাকিস্তান ৷ এই শব্দবন্ধটিই অ্যাড্রিনালিন পাম্প বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আবুধাবি : ২০১৭ ভারত ও পাকিস্তান শেষবার মুখোমুখি হয়েছিল ৷ তারপর এক বছর কেটে গেছে ৷ যেহেতু আইসিসি-র ইভেন্ট ছাড়া ভারত-পাকিস্তান খেলে না তাই দু‘দেশের সমর্থকরা এই মেগা এনকাউন্টারের জন্য অপেক্ষায় থাকেন ৷
advertisement

শেষ লড়াইয়ে ভারত ১৮০ রানে ওভালে পাকিস্তানের কাছে খারাপ ভাবে হেরেছিল ৷ এনকাউন্টার ছিল ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ৷

৫০ ওভারে পাকিস্তানের বোলিং আক্রমণ চিরকালই বেশ ভালো ৷ তবে ভারতেরও ব্যাটিং লাইন আপ জোরালো এই তকমা আর কার্যকরী নয় ৷ এখন ভারতীয় তরুণ ব্রিগেডে বেশ কিছু বোলার আছেন যাঁরা বিপক্ষের ত্রাস ৷

advertisement

পাকিস্তানের একদিনের দলে চারজন বাঁ হাতি বোলার রয়েছেন ৷ ২০১৮ এশিয়া কাপে বোলার যাঁরা হংকংয়ের বিরুদ্ধে খেলেছেন তাঁরা হলেন  উসমান খান, মহম্মদ আমির ৷ অন্যদিকে জুনেদ খানের ভারতের বিরুদ্ধে রেকর্ড বেশ ভালো ৷

ভারতের ডানহাতি ব্যাটসম্যানরা বাঁ হাতি বোলারদের বিরুদ্ধে সেরকম স্বচ্ছন্দও নন ৷ খোদ অধিনায়ক রোহিত শর্মারও এই বল খেলতে বেশ অসুবিধা আছে ৷

advertisement

বিরাট কোহলি এই এশিয়া কাপে নেই ৷ তাঁর বাঁ হাতি বোলার সামলাতে তুলনায় বেশ কম অসুবিধা হয় ৷ তাছাড়া বাঁ হাতি বোলারদের নিয়ে খানিকটা স্বচ্ছন্দ কেএল রাহুল, মণীশ পান্ডে, অম্বাতি রায়ডু ৷

আরও পড়ুন - সাপের কামড়, যেগুলি না করলে মৃত্যু নিশ্চিত

advertisement

এদিকে পাকিস্তানি থিঙ্কট্যাঙ্ক কাজ চালাচ্ছে ‘কুলচা’ ভীতি আটকাতে ৷  দুই রিস্ট স্পিনার কুলদীপ যাদব ও যজুবেন্দ্র চাহাল এখন বিশ্বের অন্যতম সেরা স্পিনারদের মধ্যে পড়ছেন ৷ তাই তাঁদের নিয়ে বেশ পড়াশুনো করছে প্রতিপক্ষ ৷ এক বছরে এই দুই স্পিনারের মিলিত শিকার ৮৭ ব্যাটসম্যান ৷ ৫০ ওভার ফর্মাটে সেরা ৪ উইকেট শিকারীদের মধ্যে রয়েছেন ৷

advertisement

এদিকে পাকিস্তান এই প্রথম কুলদীপ যাদবকে খেলবে ৷ কুলদীপের কামালে প্রথমবারে প্রতিপক্ষদের পক্ষে বোঝা বেশ শক্ত ৷ তাই পাকিস্তানের কাছে বিষাক্ত হয়ে উঠতে পারে তাঁর বোলিং৷ একমাত্র নিউজল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ম্যাচে ১ উইকেট পেয়েছিলেন কুলদীপ বাকি কোনও দলের বিরুদ্ধে ৩-৪ টি উইকেট নিয়েছেন তিনি অভিষেক ম্যাচে ৷ আর ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি নিয়েছিলেন ৫ উইকেট ৷ অতএব নিঃসন্দেহে সাবধান পাকিস্তান ৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ফলে বুধবার ব্যাটসম্যানরা যেমন প্লে মেকার হবেন তেমনিই বোলাররা হয়ে উঠতে পারেন গেমচেঞ্জার ৷

বাংলা খবর/ খবর/খেলা/
এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণ, এই তথ্যগুলি জানা কিন্তু মাস্ট