TRENDING:

চুমু খেতে চাই নরম ঠোঁট, জানুন কম খরচের ঘরোয়া টোটকা

Last Updated:

নরম ঠোঁট থাকলে আপনার ব্যাপারই আলাদা, তাতে যদি আবার সেটা গোলাপি হয় প্রাকৃতিকভাবেই তাহলে তো ডবল বোনানজা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : নরম -গোলাপি ঠোঁট দেখতেও যেমন ভালো লাগে, তেমনি নিজেই যদি সেটার মালিক হন তাহলেও কিন্তু ব্যাপারটা বেশ ভালোই ৷ তবে আপনি দারুণ ব্যস্ত ৷ আপনার পক্ষে বিউটি স্যালোঁ-অবধি যাওয়া হয়ে ওঠে না ৷
advertisement

আর ঘরোয় পদ্ধতিতে অনেক সময় ধরে নিজেকে নিয়ে চর্চা করাও হয়ে ওঠে না ৷ তাই ভাবেন যাক যা গেছে ৷ থাকুক না ঠোঁটটা একটু কালো আর শুকনো ৷ আর এভাবে ভাববেন না ৷

হাতের কাছে পাওয়া যায় এমন জিনিস দিয়েই নতুন করে নিন নিজের পুরনো ঠোঁটকে ৷ একটা নরম টুথ ব্রাশ নিন ,তাতে সামাণ্য একটু মাজন লাগিয়ে নিন ৷ ওপর দিয়ে অল্প একটু মধুও লাগিয়ে নিন ৷ এরপর এই মিশ্রণ শুদ্ধু টুথব্রাশ দিয়ে আস্তে আস্তে নিজের ঠোঁটে মালিশ করতে থাকুন ৷ প্রায় পাঁচ মিনিট ধরে এটা করুন ৷ এর ফলে আপনার ঠোঁট থেকে ডেড স্কিন সেল গুলো সরে গিয়ে পরিষ্কার ত্বক সামনে এসে পড়বে ৷ এরপর ভালো করে জল দিয়ে ঠোঁটটা ধুয়ে নিন ৷

advertisement

এরপর ঠোঁটে ঘরোয়া পদ্ধতিতে তৈরি এক ময়েশ্চায় লাগানোর ব্যবস্থা করতে হবে ৷ এটা তৈরিতে একটু সময় লাগলেও একবার তৈরি করে নিলে আপনি বেশ কিছুদিন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ৷ একটা বিট নিয়ে খোসা ছাড়িয়ে সেটাকে গ্রেট করে নিন ৷ তারপর ছাঁকনিতে গ্রেট করা বিটগুলি থেকে রস বার করে নিন ৷ একটা পাত্রে দু চামচ ভেসলিন নিন ৷ সেটাকে গলিয়ে নিন ৷ তাতে বিটের রসটা ভালো করে মিশিয়ে নিন ৷ এরপর এতে এক টি স্পুন গ্লিসারিন ও একটি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন ৷ এবার বাড়িতে থাকা কোনও পুরনো ক্রিমের কন্টেনারে এই মিশ্রণটি ঢেলে ফ্রিজে রেখে দিন ৷ রোজ রাতে শোয়ার সময় এই ক্রিম লাগিয়ে শুলেই পার্থক্য নজর পরবে প্রথম দিন থেকেই ৷

advertisement

আরও পড়ুন - বিরাটের মজে পাকিস্তানও, ভূয়সী প্রশংসা পাক তারকা ক্রিকেটারের

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

না এর জন্য আপনাকে দামি দামি ক্রিম কিনে ব্যবহার করতে হবে না অন্যকিছু ৷ শুধু প্রথমেই একবার পরিশ্রম করে এটি বানাতে হবে ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
চুমু খেতে চাই নরম ঠোঁট, জানুন কম খরচের ঘরোয়া টোটকা