TRENDING:

চুমু খেতে চাই নরম ঠোঁট, জানুন কম খরচের ঘরোয়া টোটকা

Last Updated:

নরম ঠোঁট থাকলে আপনার ব্যাপারই আলাদা, তাতে যদি আবার সেটা গোলাপি হয় প্রাকৃতিকভাবেই তাহলে তো ডবল বোনানজা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : নরম -গোলাপি ঠোঁট দেখতেও যেমন ভালো লাগে, তেমনি নিজেই যদি সেটার মালিক হন তাহলেও কিন্তু ব্যাপারটা বেশ ভালোই ৷ তবে আপনি দারুণ ব্যস্ত ৷ আপনার পক্ষে বিউটি স্যালোঁ-অবধি যাওয়া হয়ে ওঠে না ৷
advertisement

আর ঘরোয় পদ্ধতিতে অনেক সময় ধরে নিজেকে নিয়ে চর্চা করাও হয়ে ওঠে না ৷ তাই ভাবেন যাক যা গেছে ৷ থাকুক না ঠোঁটটা একটু কালো আর শুকনো ৷ আর এভাবে ভাববেন না ৷

হাতের কাছে পাওয়া যায় এমন জিনিস দিয়েই নতুন করে নিন নিজের পুরনো ঠোঁটকে ৷ একটা নরম টুথ ব্রাশ নিন ,তাতে সামাণ্য একটু মাজন লাগিয়ে নিন ৷ ওপর দিয়ে অল্প একটু মধুও লাগিয়ে নিন ৷ এরপর এই মিশ্রণ শুদ্ধু টুথব্রাশ দিয়ে আস্তে আস্তে নিজের ঠোঁটে মালিশ করতে থাকুন ৷ প্রায় পাঁচ মিনিট ধরে এটা করুন ৷ এর ফলে আপনার ঠোঁট থেকে ডেড স্কিন সেল গুলো সরে গিয়ে পরিষ্কার ত্বক সামনে এসে পড়বে ৷ এরপর ভালো করে জল দিয়ে ঠোঁটটা ধুয়ে নিন ৷

advertisement

এরপর ঠোঁটে ঘরোয়া পদ্ধতিতে তৈরি এক ময়েশ্চায় লাগানোর ব্যবস্থা করতে হবে ৷ এটা তৈরিতে একটু সময় লাগলেও একবার তৈরি করে নিলে আপনি বেশ কিছুদিন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ৷ একটা বিট নিয়ে খোসা ছাড়িয়ে সেটাকে গ্রেট করে নিন ৷ তারপর ছাঁকনিতে গ্রেট করা বিটগুলি থেকে রস বার করে নিন ৷ একটা পাত্রে দু চামচ ভেসলিন নিন ৷ সেটাকে গলিয়ে নিন ৷ তাতে বিটের রসটা ভালো করে মিশিয়ে নিন ৷ এরপর এতে এক টি স্পুন গ্লিসারিন ও একটি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন ৷ এবার বাড়িতে থাকা কোনও পুরনো ক্রিমের কন্টেনারে এই মিশ্রণটি ঢেলে ফ্রিজে রেখে দিন ৷ রোজ রাতে শোয়ার সময় এই ক্রিম লাগিয়ে শুলেই পার্থক্য নজর পরবে প্রথম দিন থেকেই ৷

advertisement

আরও পড়ুন - বিরাটের মজে পাকিস্তানও, ভূয়সী প্রশংসা পাক তারকা ক্রিকেটারের

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

না এর জন্য আপনাকে দামি দামি ক্রিম কিনে ব্যবহার করতে হবে না অন্যকিছু ৷ শুধু প্রথমেই একবার পরিশ্রম করে এটি বানাতে হবে ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
চুমু খেতে চাই নরম ঠোঁট, জানুন কম খরচের ঘরোয়া টোটকা