TRENDING:

দু’জন প্রাপ্তবয়স্কের বিয়েতে খাপ পঞ্চায়েতের হস্তক্ষেপ বেআইনী: সুপ্রিম কোর্ট

Last Updated:

অনার কিলিং রুখতে কড়া পদক্ষেপ নিল দেশের সুপ্রিম কোর্ট ৷ ভিন জাতের কিংবা ভিন ধর্মের দুই প্রাপ্তবয়স্কের বিয়েতে বাধা দেওয়ার অধিকার খাপ পঞ্চায়েতের নেই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: অনার কিলিং রুখতে কড়া পদক্ষেপ নিল দেশের সুপ্রিম কোর্ট ৷ ভিন জাতের কিংবা ভিন ধর্মের দুই প্রাপ্তবয়স্কের বিয়েতে বাধা দেওয়ার অধিকার খাপ পঞ্চায়েতের নেই ৷ খাপ পঞ্চায়েতের হস্তক্ষেপ বেআইনী, জানাল দেশের শীর্ষ আদালত ৷
advertisement

আরও পড়ুন:  ১২ মে কর্ণাটক বিধানসভা নির্বাচন, ভোট গণনা ১৫ মে : নির্বাচন কমিশন

প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ভিন জাতের বিয়েতে খাপ পঞ্চায়েতের হস্তক্ষেপ রুখতে বেশ কিছু নির্দেশিকাও দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ খাপ পঞ্চায়েত কিংবা স্থানীয় কোনও সংগঠন যদি তাদের বিয়েতে হস্তক্ষেপ করার চেষ্টা করে তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে ৷ যতদিন না সংসদের তরফে কোনও আইন তৈরি হচ্ছে, ততদিন এই নির্দেশিকা মেনে চলতে হবে ৷

advertisement

আরও পড়ুন:  রামনবমীকে কেন্দ্র করে হিংসা বিহারেও, জারি ১৪৪ ধারা

স্বেচ্ছাসেবী সংস্থা শক্তি বাহিনী খাপ পঞ্চায়েতের বিরুদ্ধে ২০১০ সালে আদালতে মামলা দায়ের করে ৷ সেই মামলার ভিত্তিতেই সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে ৷ পরিবারের সম্মান রক্ষা করতে অনার কিলিংয়ের সংখ্যা দেশের নানা জায়গায় মাত্রা ছাড়িয়েছে ৷ সেই বিষয়টি রুখতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এই স্বেচ্ছাসেবী সংস্থাটি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুপ্রিম কোর্ট জানিয়েছে, ভিন জাতের কিংবা ভিন ধর্মের বিয়েতে রাজ্য সরকারও সুরক্ষার ব্যবস্থা করবে যাতে তৃতীয় কোনও ব্যক্তি বাধা দিতে না পারে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
দু’জন প্রাপ্তবয়স্কের বিয়েতে খাপ পঞ্চায়েতের হস্তক্ষেপ বেআইনী: সুপ্রিম কোর্ট