আরও পড়ুন: সিঙ্গাপুরে তথ্য পাচার করছেন রাহুল গান্ধি, দাবি বিজেপির
কি হয়েছিল সেদিন ? ১৮ বছর আগের সেই স্মৃতি বলতে গিয়ে আবেগবিহ্বল আসনা ৷ তিনি বলেন, সেদিন ভাইয়ের সঙ্গে বাড়ির উঠোনে তখন খেলায় মগ্ন পাঁচ বছরের আসনা ৷ কিন্তু আচমকাই প্রবল বিস্ফোরণ ৷ কেঁপে উঠল গোটা এলাকা ৷ আর সেই বিস্ফোরণেই গুরুতর আহত হন আসনা ৷ ডানদিকের পা অপারেশন করে বাদ দেওয়া হয় তাঁর ৷
advertisement
আরও পড়ুন: শিশু চোর সন্দেহে বৃদ্ধাকে মারধরের অভিযোগ
সেই ঘটনার পর বেশ কয়েকমাস হাসপাতালেই কেটেছে আসনার ৷ সেই সময়ই সে স্থির করেন যে, বড় হয়ে সে ডাক্তার হবে ৷ অবশেষে, কালিকট মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হল আসনা ৷ আজ সে জীবনে প্রতিষ্ঠিত ৷ নিজের ইচ্ছে পূরণে সফল হয়েছে সে ৷ কারণ সেই দুর্ঘটনা তার মনের ইচ্ছে দমিয়ে দিতে পারেনি ৷ প্রবল মনের জোরেই একের পর এক বাধা পেরিয়ে এগিয়ে গিয়েছে আসনা ৷ আজ সে ডাক্তার ৷
আরও পড়ুন: ঘণ্টার পর ঘণ্টা স্কুলের গাড়িতে আটকে মৃত্যু হল ছ’বছরের শিশুর
নির্বাচনের লড়াইয়ে তখন রাজনৈতিক তরজা তুঙ্গে ৷ আরএসএস কর্মী সমর্থকদের সঙ্গে বামপন্থীদের লড়াই চরমে পৌঁছেছে ৷ নির্বাচনে বিঘ্ন ঘটাতে নির্বাচনী কেন্দ্র লক্ষ্য করে ক্রমাগত বোমা বর্ষণ ৷ সেদিন এমনই একটি ঘটনার সাক্ষী ছিল আসনা ৷ তিনি বলেন, তাদের বাড়ির সামনেই নির্বাচনের বুথ ছিল ৷ সেই বুথ লক্ষ্য করেই আরআরএসের কর্মীরা বোমা ছোঁড়ে ৷ কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তাদের বাড়িতে এসে পড়ে বোমাটি ৷
উল্লেখ্য, ২০০০ সালের এই হামলায় ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় কেরল হাইকোর্ট ৷