মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী ।
আক্রান্ত জেলাগুলিতে আপাতত পর্যটকদের যেতে নিষেধ করা হয়েছে । বন্ধ রয়েছে স্কুল-কলেজও । কোঝিকোড ও পলক্কড জেলাতেও বন্ধ রয়েছে স্কুল-কলেজ । মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী । উদ্ধারকার্যে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও উপকূল নিরাপত্তা কর্মীরা । ইদুক্কি, আয়ানকুলু ও ওয়েনাডে পরিস্থিতি মোকাবিলায় নেমেছে সেনা ।
advertisement
গতকালই কোচি বিমানবন্দরে বন্ধ হয়ে যায় বিমান চলাচল । যদিও বাস চলছে ইদুক্কিতে । ইদুক্কির এক স্থানীয় বাসিন্দার কথায় প্রায় ৩২ বছর পরে এরকম বন্যার সম্মুখীন হল ইদুক্কি । এখনও পর্যন্ত মোট ১২৯.৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে ইদুক্কিতে ।
Location :
First Published :
August 10, 2018 11:24 AM IST