TRENDING:

Kerala Flood: কেরালায় প্রবল বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ২৭, সর্বাধিক ক্ষতিগ্রস্ত ইদুক্কি

Last Updated:

ইদুক্কি জেলা থেকে প্রায় ৫৮টি পরিবারকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইদুক্কি: প্রবল বৃষ্টিপাতের জেরে কেরালায় মোট ২৭ জন মানুষের মৃত্যু হয়েছে । বন্যা পরিস্থিতির জেরে সবচেয়ে বেশি বিপর্যস্ত মালাপ্পুরম, ইদুক্কি ও ওয়েনাড জেলায় ।ইতিমধ্যেই চেরুথোনি বাঁধ থেকে ৩০০ কিউসেক জল ছাড়া হয়েছে । ইদুক্কি জেলা থেকে প্রায় ৫৮টি পরিবারকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে । এর্নাকুলাম জেলায় ত্রাণশিবিরে আশ্রয়ে পেয়েছেন অন্তত ৩,৫২১ জন ।
advertisement

মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী ।

আক্রান্ত জেলাগুলিতে আপাতত পর্যটকদের যেতে নিষেধ করা হয়েছে । বন্ধ রয়েছে স্কুল-কলেজও । কোঝিকোড ও পলক্কড জেলাতেও বন্ধ রয়েছে স্কুল-কলেজ । মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী । উদ্ধারকার্যে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও উপকূল নিরাপত্তা কর্মীরা । ইদুক্কি, আয়ানকুলু ও ওয়েনাডে পরিস্থিতি মোকাবিলায় নেমেছে সেনা ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'রনা' ডাকাতের নাম থেকেই হয় আজকের 'রানাঘাট'! আগে নাম কি ছিল জানেন? রনা ডাকাতের পরিচয় জানুন
আরও দেখুন

গতকালই কোচি বিমানবন্দরে বন্ধ হয়ে যায় বিমান চলাচল । যদিও বাস চলছে ইদুক্কিতে । ইদুক্কির এক স্থানীয় বাসিন্দার কথায় প্রায় ৩২ বছর পরে এরকম বন্যার সম্মুখীন হল ইদুক্কি । এখনও পর্যন্ত মোট ১২৯.৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে ইদুক্কিতে ।

বাংলা খবর/ খবর/দেশ/
Kerala Flood: কেরালায় প্রবল বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ২৭, সর্বাধিক ক্ষতিগ্রস্ত ইদুক্কি