TRENDING:

শ্যুটিং-এর সময় আমিরের আচরণ বিশ্বাস করতে পারছিলাম না: অকপট ক্যাটরিনা কইফ, দেখুন ভিডিও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ঠগস অব হিন্দুস্থান ছবিটি নিয়ে পারদ চড়ছে ৷ ছবির ট্রেলার থেকে ছবির গান, রিলিজ হতেই সাড়া পড়ে গিয়েছে ৷ আর তখনই সামনে এল ক্যাটরিনার সেই বক্তব্য ৷ আমিরের বিরুদ্ধে একেবারে অকপট ক্যাট সুন্দরী জানিয়ে দিলেন, শ্যুটিং-এর সময় তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না ৷ আমিরের আচরণই এমন ছিল !
advertisement

ঠগস অব হিন্দুস্থানে অভিনয় করছেন অমিতাভ বচ্চন, আমির খান, ফাতেমা সানা শেখ ও ক্যাটরিনা কইফ ৷ শ্যুটিং শুরু থেকেই বেশ নজর ছিল এই ছবির ওপর ৷ দিওয়ালিতে রিলিজ করা এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে ৷ এই ছবির সময় ফতেমা সানা শেখের সঙ্গে আমিরের প্রেমের খবরও রটেছিল ৷ তারপর ক্যাটরিনার এই মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে ৷

advertisement

আরও পড়ুন বিয়ে নিয়ে সমস্যায় জড়াতে পারেন দীপিকা ও প্রিয়াঙ্কা, জানুন কীভাবে

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এই ছবিতে আবার চিকনি চামেলি রূপে পাওয়া যাবে ক্যাটকে ৷ তিনি আইটেম ডান্স করবেন ৷ এই গানেই তাঁর সঙ্গে থাকছেন আমির ৷ একটি দৃশ্যে ক্যাটরিনাকে ধরবেন আমির ৷ ক্যাটরিনার শরীরের ভার পুরোপুরি থাকবে আমিরের হাতে ৷ আমির যদি ছেড়ে দেন তাহলেই মাটিতে ভীষণ জোরে পড়বেন ক্যাটরিনা ৷ সেখানেই আমিরের ওপর ভরসা করতে পারছিলেন না ক্যাটরিনা ৷ নিজের সেই ভয়ের কথা খুল্লমখুল্লা জানিয়ে দেন ক্যাটরিনা ৷ এতে কিছুটা মজাই পেয়েছেন আমির ৷ কারণ পারফেকশনিস্ট আমির জানেন কাজটা তিনি ঠিকভাবেই করতে পারবেন ৷ তাই ক্যাটরিনার ভয় পাওয়ার মুহূর্তটা উপভোগ করেছেন আমির খান ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
শ্যুটিং-এর সময় আমিরের আচরণ বিশ্বাস করতে পারছিলাম না: অকপট ক্যাটরিনা কইফ, দেখুন ভিডিও