TRENDING:

আবার শুরু হচ্ছে জনপ্রিয় সিরিয়াল 'কসৌটি জিন্দেগি কি'

Last Updated:

ফিরছে জনপ্রিয় সিরিয়াল কসৌটি জিন্দেগি কে ৷ নয়ের দশকের নস্টালজিয়া আরও একবার উস্কে দেবে এই সিরিয়াল, মনে করছেন প্রযোজকরা ৷ তবে কাকে কোন চরিত্রের জন্য বেছে নেওয়া যায় তারই চ্যালেঞ্জ তাদের সামনে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ফিরছে জনপ্রিয় সিরিয়াল কসৌটি জিন্দেগি কে ৷ নয়ের দশকের নস্টালজিয়া আরও একবার উস্কে দেবে এই সিরিয়াল, মনে করছেন প্রযোজকরা ৷ তবে কাকে কোন চরিত্রের জন্য বেছে নেওয়া যায় তারই চ্যালেঞ্জ তাদের সামনে ৷ নতুন রূপে কসৌটিতে প্ররণার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এরিকা ফার্ন্ডাডেজকে ৷ 'কুছ রং প্যায়ার কে অ্যায়সে ভি' খ্যাত এই অভিনেত্রী কী পারবেন শ্বেতা তিওরির জনপ্রিয়তাকে টপকাতে ? সেটা সিরিয়াল শুরুর পরই বোঝা যাবে ৷
advertisement

আরও পড়ুন জনপ্রিয় ধারাবাহিকের মহিলা শিল্পীকে ধর্ষণের অভিযোগ, প্রযোজকের ৭ বছরের জেল

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

তবে হিরোর চরিত্রে কে কে থাকবেন সেটা এখনও স্পষ্ট হয়নি ৷ সূত্রের খবর পার্থ সমথনকে দেখা যেতে পারে অনুরাগের চরিত্রে ৷ অন্যদিকে এই চরিত্রের জন্য অভিমন্যুর নামও শোনা যাচ্ছে ৷ অনুরাগের চরিত্রে বরুণ সোবতির নাম উঠলেও তিনি মিস্টার বজাজের চরিত্রে অভিনয় করবেন বলেই খবর ৷ তবে হিরো নির্বাচনে এখনও কিছুটা সময় নিলেও পরিচালক, প্রযোজকরা খলনায়িকা কোমোলিকাকে বেছে নিয়েছেন ৷ হিনা খানকে দেখা যাবে নতুন কোমোলিকার চরিত্রে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
আবার শুরু হচ্ছে জনপ্রিয় সিরিয়াল 'কসৌটি জিন্দেগি কি'