পশ্চিম বর্ধমানের কাটোয়ার অন্যতম আকর্ষণ কার্তিক লড়াই। ভাষাণের শোভাযাত্রাকে এখানে কার্তিক লড়াই বলা হয়। বেশ কয়েকশো বছরের পুরনো কাটোয়ার কার্তিক পুজো নিয়ে একাধিক লোককথা রয়েছে। অনেকে বলেন, সতেরোশো পঞ্চাশ নাগাদ বারবনিতাদের হাত ধরে শুরু কাটোয়ার কার্তিক পুজোর শুরু। আবার অনেকে বলেন নিচু শ্রেনির মানুষের হাত ধরেই পুজো শুরু হয়। পরে তা বারবনিতাদের হাতে যায়। তবে ইতিহাস যাই হোক, কাটোয়ার কার্তিক পুজোর জৌলুস দিনে দিনে বেড়েই চলেছে।
advertisement
থিমের ছোঁয়া লেগেছে কাটোয়ার কার্তিক পুজোতেও। সাবেক বাঁশ-কাপড়ের প্যান্ডেলের জায়গা দখল করেছে বেত-ফাইবার বা পাতার প্যান্ডেল।
Location :
First Published :
November 17, 2017 8:49 PM IST