TRENDING:

কর্ণাটক নির্বাচন ২০১৮ : বিজেপির প্রস্তাবে না দ্রাবিড়-কুম্বলের

Last Updated:

আসন্ন কর্ণাটক নির্বাচনে রাজ্যের যুব সম্প্রদায় আকৃষ্ট করতেই বিজেপি প্রাক্তন ভারতীয় ক্রিকেটে দুই কিংবদন্তি অনিল কুম্বলে ও রাহুল দ্রাবিড়কে বিজেপি-তে যোগদানের আমন্ত্রণ করা হয় । দুজনেই নিমন্ত্রণ সাড়া দেননি ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ব্যাঙ্গালোর: আসন্ন কর্ণাটক নির্বাচনে রাজ্যের যুব সম্প্রদায়কে আকৃষ্ট করতেই বিজেপি প্রাক্তন ভারতীয় ক্রিকেটে দুই কিংবদন্তি অনিল কুম্বলে ও রাহুল দ্রাবিড়কে বিজেপি-তে যোগদানের আমন্ত্রণ করা হয় । কিন্তু জনেই নিমন্ত্রণ সাড়া দেননি, তাঁরা এই মুহূর্তে রাজনীতিতে আসার কথা ভাবচ্ছেন না ।
advertisement

সূত্র মারাফত জানা যায় । গত কয়েক সপ্তাহ ধরে বিজেপি এই দুই কিংবদন্তির সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেন । এই দুই জনের স্বচ্ছ ভাবমূর্তি বিজেপিকে নির্বাচনী বৈতরণী পার হতে সাহায্য করবে বলেই বিজেপির সদস্যপদ প্রদান করে নির্বাচনী ময়দানে নামাতে চান । কমপক্ষে একজনকেও রাজি করাতে পারলে আখেরে বিজেপিরই লাভ হবে । কিন্তু রাজনীতিতে দুজনেই এই মুহূর্তে অনিচ্ছা প্রকাশ করেছেন ।

advertisement

আরও পড়ুন : কর্ণাটক নির্বাচন ২০১৮ : কংগ্রেস-বিজেপি প্রচারে, কিন্তু মৌন মায়াবতী

সূত্রও আরও দাবি করেছে দুজনের সঙ্গেই যোগাযোগ রাখছে বিজেপি । দুই ক্রিকেটারের মধ্যে একজন লোকসভা বা রাজ্যসভায় হয়ে প্রতিনিধিত্ব করতে কিছুটা ইচ্ছা প্রকাশ করেছেন । তাই বিজেপিও এখন আশায় বুক বাঁধছে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘাটালবাসীর ভোগান্তি অতীত! মাস্টার প্ল্যানের অংশ হিসেবে শুরু হল জরুরি খাল সংস্কারের কাজ
আরও দেখুন

অনিল কুম্বলে আর রাহুল দ্রাবিড়ের শুধু কর্ণাটক নয়, সাড়া পৃথিবী জোড়া খ্যাতি । দুজনেই দেশের জন্য বেশ কয়েক বছর একসঙ্গে খেলেছেন । বেশ কয়েক বছর ক্রিকেট থেকে অবসর নিয়ে আজও একই ভাবে জনপ্রিয় । ক্রিকেট থেকে অবসর নিয়ে অনিল কুম্বলে নিজের ক্রীড়া সংক্রান্ত ব্যবসা-বানিজ্যের সঙ্গে সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব ও কর্ণাটক ক্রিকেট প্রশাসনেও দায়িত্ব পালন করেছেন । রাহুল দ্রাবিড়ও অনুর্ধ্ব ১৯ ভারতীয় ক্রিকেট দলের কোচিং করাচ্ছেন ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
কর্ণাটক নির্বাচন ২০১৮ : বিজেপির প্রস্তাবে না দ্রাবিড়-কুম্বলের