সূত্র মারাফত জানা যায় । গত কয়েক সপ্তাহ ধরে বিজেপি এই দুই কিংবদন্তির সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেন । এই দুই জনের স্বচ্ছ ভাবমূর্তি বিজেপিকে নির্বাচনী বৈতরণী পার হতে সাহায্য করবে বলেই বিজেপির সদস্যপদ প্রদান করে নির্বাচনী ময়দানে নামাতে চান । কমপক্ষে একজনকেও রাজি করাতে পারলে আখেরে বিজেপিরই লাভ হবে । কিন্তু রাজনীতিতে দুজনেই এই মুহূর্তে অনিচ্ছা প্রকাশ করেছেন ।
advertisement
আরও পড়ুন : কর্ণাটক নির্বাচন ২০১৮ : কংগ্রেস-বিজেপি প্রচারে, কিন্তু মৌন মায়াবতী
সূত্রও আরও দাবি করেছে দুজনের সঙ্গেই যোগাযোগ রাখছে বিজেপি । দুই ক্রিকেটারের মধ্যে একজন লোকসভা বা রাজ্যসভায় হয়ে প্রতিনিধিত্ব করতে কিছুটা ইচ্ছা প্রকাশ করেছেন । তাই বিজেপিও এখন আশায় বুক বাঁধছে ।
অনিল কুম্বলে আর রাহুল দ্রাবিড়ের শুধু কর্ণাটক নয়, সাড়া পৃথিবী জোড়া খ্যাতি । দুজনেই দেশের জন্য বেশ কয়েক বছর একসঙ্গে খেলেছেন । বেশ কয়েক বছর ক্রিকেট থেকে অবসর নিয়ে আজও একই ভাবে জনপ্রিয় । ক্রিকেট থেকে অবসর নিয়ে অনিল কুম্বলে নিজের ক্রীড়া সংক্রান্ত ব্যবসা-বানিজ্যের সঙ্গে সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব ও কর্ণাটক ক্রিকেট প্রশাসনেও দায়িত্ব পালন করেছেন । রাহুল দ্রাবিড়ও অনুর্ধ্ব ১৯ ভারতীয় ক্রিকেট দলের কোচিং করাচ্ছেন ।