TRENDING:

৩২ ফুট লম্বা চাঁদমালা ! একডালিয়া এভারগ্রিন পুজোর এবারের মূল আকর্ষণ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: একডালিয়া এভারগ্রিনের পুজো মানেই কোনও না কোনও চমক থাকবেই ৷ গত বেশ কয়েকবছর ধরে এই পুজোর মুখ্য আকর্ষণ ছিল প্যান্ডেলের বিশালাকৃতি ঝাড়লন্ঠন ৷ এবার তার সঙ্গে যোগ দিল চাঁদমালা ৷ এত বড় মাপের চাঁদমালা এর আগে কেউ কখনও দেখেননি ৷ বৃহদাকার এই চাঁদমালাই এবছর একডালিয়ার পুজোর মূল আকর্ষণ ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

বিশ্বের সবচেয়ে বড় চাঁদমালা দেখতেই এখন গড়িয়াহাট চত্বরে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ ৷ JSW সিমেন্টের সহায়তায় এই ৩২ ফুট লম্বা চাঁদমালা তৈরি করেছে একডালিয়া এভারগ্রিন পুজো কমিটি ৷ রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের এই পুজো দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম ৷ সুব্রতবাবুর সঙ্গেই JSW সিমেন্টের অল ইন্ডিয়া হেড ব্র্যান্ডিং গুরমিন্দর সিং, SPC East দিব্যেন্দু নন্দী, পশ্চিমবঙ্গ JSW সিমেন্টের স্টেট হেড জেরি লরেন্স প্রমুখরা উপস্থিত ছিলেন পুজোর উদ্বোধনে ৷ এই বিশালাকার চাঁদমালাই জায়গা পেতে চলেছে লিমকা বুক অফ রেকর্ডস ২০২০-তে ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
৩২ ফুট লম্বা চাঁদমালা ! একডালিয়া এভারগ্রিন পুজোর এবারের মূল আকর্ষণ