TRENDING:

সলমনকে প্রাণে মেরে ফেলার হুমকি, কড়া নিরাপত্তা যোধপুর জেলে

Last Updated:

সূরজ বরজাতিয়ার হাই ভোল্টেজ ফ্যামিলি ড্রামা হাম সাথ সাথ হ্যায়। ছবির শুটিংয়ে গিয়েই ঘটে বিপত্তি। ১৯৯৮ সালের ২রা অক্টোবর যোধপুরের মাথানিয়া গ্রামে দুটি কৃষ্ণসার হরিণকে গুলি করে মারেন সলমন খান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#যোধপুর: সূরজ বরজাতিয়ার হাই ভোল্টেজ ফ্যামিলি ড্রামা হাম সাথ সাথ হ্যায়। ছবির শুটিংয়ে গিয়েই ঘটে বিপত্তি। ১৯৯৮ সালের ২রা অক্টোবর যোধপুরের মাথানিয়া গ্রামে দুটি কৃষ্ণসার হরিণকে গুলি করে মারেন সলমন খান। তাঁর সঙ্গে ছিলেন সইফ আলি খান, তবু, নীলম, সোনালি বেন্দ্রে সহ ওই ছবিরই অন্যান্য অভিনেতা।
advertisement

ঘটনার কুড়ি বছর পর দোষী সাব্যস্ত সলমন। আজই উচ্চ আদালতে অন্তর্বর্তী জামিনের আর্জি করেছেন সলমন। তবে তার শুনানি আগামিকাল সকালে। ফলে, আজ যোধপুর সেন্ট্রাল জেলেই কাটাতে হবে ভাইজানকে।

সূত্রের খবর, কয়েকদিন আগে সলমনকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ৷ এর জেরে যোধপুর জেলে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাটো করা হয়েছে ৷ কারণ যোধপুরে জেলে যেখানে আজ রাতে থাকতে হবে সলমনকে সেই জেলেই ছিলেন গ্যাংস্টার লরেন্স ৷ লরেন্সের বেশ কয়েকজন শাগরেদ এখনও ওই জেলে রয়েছে বলে মনে করা হচ্ছে ৷ আশঙ্কা করা হচ্ছে যে জেলের ভিতরেই সলমনের উপরে হামলা চালাতে পারে লরেন্সের শাগরেদরা ৷ তাই নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কামারপুকুর রামকৃষ্ণ মঠে বিরাট কালীপুজো, শ্যামবর্ণা দেবীর দর্শনে ভক্তের ঢল
আরও দেখুন

তবে জেলের ডিআই এই সমস্ত আশঙ্কা খারিজ করে জানিয়েছেন জেলের ভিতরে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ৷ তাই এরকম কোনও কিছুর ঘটার সম্ভাবনা নেই ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
সলমনকে প্রাণে মেরে ফেলার হুমকি, কড়া নিরাপত্তা যোধপুর জেলে