প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার এবং বাঁকুড়া এই ৬ জেলার জন্য যারা আবেদন করেছেন, সেই সব আবেদনকারীদের পঞ্চম পর্যায়ে নেওয়া হবে ইন্টারভিউ। পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আগামী ১৬ জানুয়ারি হবে পশ্চিম বর্ধমানের জন্য যারা আবেদন করেছেন সেই সব চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ। ১৭ জানুয়ারি এবং ১৮ জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের জন্য যারা আবেদন করেছেন সেই সব চাকরিপ্রার্থীদের নেওয়া হবে ইন্টারভিউ। ২৪ জানুয়ারি জলপাইগুড়ি জেলার জন্য যারা আবেদন জানিয়েছেন তাদের নেওয়া হবে ইন্টারভিউ।
advertisement
আরও পড়ুন- 'আমি ক্ষমাপ্রার্থী'.... মুর্শিদাবাদে কোন 'ভুল' শুধরে নিতে চাইলেন শুভেন্দু অধিকারী?
২৭ জানুয়ারি এবং ২৮ জানুয়ারি যারা উত্তর দিনাজপুর জেলার জন্য আবেদন জানিয়েছেন তাদের নেওয়া হবে ইন্টারভিউ। ৩০ জানুয়ারি, ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি কোচবিহার জেলার জন্য যারা আবেদন জানিয়েছেন সেই সব চাকরিপ্রার্থীদের নেওয়া হবে ইন্টারভিউ। ৭,৮,৯ ও ১০ ফেব্রুয়ারি বাঁকুড়া জেলার জন্য যারা আবেদন জানিয়েছেন সেই সব চাকরিপ্রার্থীদের নেওয়া হবে ইন্টারভিউ। পাশাপাশি খবর, ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে দিতে চাইছে পর্ষদ। ইতিমধ্যেই এই ছয় জেলার সঙ্গে আরও তিন জেলা অর্থাৎ প্রায় ৯টি জেলার ইন্টারভিউ প্রক্রিয়া ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই শেষ করে ফেলবে পর্ষদ সূচি অনুযায়ী।
সেক্ষেত্রে বাড়তি গতি আনতে চায় পর্ষদ প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। অন্যদিকে এবার প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ নেওয়ার জন্য একাধিক নিয়ম বদল করেছে পর্ষদ। পরীক্ষকদের ল্যাপটপ দিয়ে ইন্টারভিউ নেওয়ার নাম্বার সরাসরি অনলাইনে দিয়ে দেবেন পরীক্ষকরা। পর্ষদের কেন্দ্রীয় সার্ভারে তার চলে যাবে এবং এতে নম্বরে কারচুপি বা সংশোধনের সুযোগ থাকবে না বলেই দাবি পর্ষদের।