অন্যদিকে বৃহস্পতিবার প্রাথমিকের টেটের ক্ষেত্রে ফের নিয়মে বড়সড় বদল এনেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সংরক্ষণ তালিকাভুক্ত প্রার্থীরা এই বদলের সুবিধা পাবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রার্থীদের মধ্যে যারা তপশিলি জাতি,উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর তাদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে। দ্বাদশ স্তরের পরীক্ষা বা স্নাতক স্তরে ৫ শতাংশ কম নম্বর পেলেও এই শ্রেণিভুক্তরা আবেদন করতে পারবেন।
advertisement
আরও পড়ুনঃ কবে এ বছরের কালীপুজো ও দীপাবলির? কতক্ষণ থাকবে অমাবস্যা তিথি? জানুন বিস্তারিত
আরও পড়ুনঃ নিকষ কালো মেঘে ঢাকছে আকাশ, তুমুল বৃষ্টির আশঙ্কা ৩ জেলায়, হলুদ সতর্কতা জারি
অর্থাৎ সাধারণদের জন্য যেখানে ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক সেখানে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে নম্বরের উর্ধ্বসীমা ৪৫ শতাংশ। সংরক্ষণ তালিকাভুক্তদের পাশাপাশি শারীরিক দিক থেকে বিশেষভাবে অক্ষম, প্রাক্তন সেনা কর্মী ছাড়াও আরও বেশ কয়েকটি শ্রেণির প্রার্থীরা এর সুবিধা পাবেন। এই মর্মে বৃহস্পতিবারই প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি করেছে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বুধবার জারি করা নির্দেশিকায় বলা হয়েছে শুধুমাত্র ২০২০-২২ শিক্ষাবর্ষই নয়, এর পরবর্তী শিক্ষাবর্ষে যারা ডিএলএড বা বিএডে ভর্তি হয়েছেন, তারাও প্রাথমিকের টেট দিতে পারবেন। অর্থাৎ যারা চলতি শিক্ষা বর্ষ ভর্তি হয়েছেন, তারাও দিতে পারবেন প্রাথমিকের টেট। আধিকারিকদের একাংশের দাবি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের যাবতীয় নিয়ম মেনে চলতে চায় টেটকে কেন্দ্র করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যাতে এই পরীক্ষাকে কেন্দ্র করে নতুন করে কোনও আইনি জটিলতা তৈরি না হয়।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়