ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার ২২ রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শীঘ্রই আবেদন শুরুর তারিখ ঘোষণা করা হবে। প্রার্থীদের অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন।
আরও পড়ুন: অয়েল ইন্ডিয়ায় ফার্মাসিস্ট এবং প্যারামেডিক্যাল হসপিটাল টেকনিশিয়ান নিয়োগ, জানুন বিশদে
ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার ২২ রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
advertisement
প্রতিষ্ঠানের তরফে মোট ১৩৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এমটিএস (সাফাইওয়ালা)- ২৮টি পদ
এমটিএস (মেসেঞ্জার)- ৩টি পদ
মেস ওয়েটার- ২২টি পদ
বার্বার- ৯টি পদ
ওয়াশার ম্যান- ১১টি পদ
মশালচি- ১১টি পদ
কুক- ৫১টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ইন্ডিয়ান আর্মি |
পদের নাম | এমটিএস (সাফাইওয়ালা), এমটিএস (মেসেঞ্জার), মেস ওয়েটার, বার্বার, ওয়াশার ম্যান, মশালচি এবং কুক সহ বিভিন্ন গ্রুপ সি |
শূন্যপদের সংখ্যা | ৫১ |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | শুরু হবে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | বিশদ দেখুন |
ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার ২২ রিক্রুটমেন্ট ২০২৩: বেতন
এমটিএস, মেস ওয়েটার, বার্বার, ওয়াশার ম্যান, মশালচি ১৮,০০০ টাকা থেকে ৫৬৯০০ টাকা।
কুক – ১৯৯০০ টাকা থেকে ৬৩২০০ টাকা।
ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার ২২ রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের যোগ্যতা
দশম শ্রেণি উত্তীর্ণ বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
আরও পড়ুন: ভারতীয় রেলে লক্ষ লক্ষ শূন্যপদে নিয়োগ হবে, রাজ্যসভায় ঘোষণা রেলমন্ত্রীর! জানুন
ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার ২২ রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
ন্যূনতম বয়সসীমা - ১৮ বছর
সর্বোচ্চ বয়সসীমা - ২৫ বছর
ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার ২২ রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং প্র্যাক্টিক্যাল/ ট্রেড টেস্টের ভিত্তিতে নির্বাচন করা হবে।
লিখিত পরীক্ষায় দশম শ্রেণির মানের প্রশ্নপত্র থাকবে। অন্তর্ভুক্ত প্রশ্নগুলি জেনারেল নলেজ ও রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথমেটিক্স এবং ইংরেজি ইত্যাদি বিষয়ের সঙ্গে সম্পর্কিত হবে। এমসিকিউ ধরনের প্রশ্নপত্র থাকবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদেরও প্র্যাক্টিক্যাল টেস্ট নেওয়া হবে।
ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার ২২ রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
ইংরেজি ভাষায় নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্রটি পূরণ করে এই ঠিকানায় পাঠাতে হবে, ‘Group Commander, HQ 22 Movement Control Group, PIN-900328, c/o 99 APO’। এনভেলাপের ওপরে ‘APPLICATION FOR THE POST OF__________’, “Category _________” ইত্যাদি নির্দিষ্ট করে লিখে দিতে হবে।