TRENDING:

Indian Army HQ 22 Recruitment 2023: ইন্ডিয়ান আর্মির অধীনে ১৩৫ শূন্যপদে নিয়োগ, জানুন বিশদে

Last Updated:

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শীঘ্রই আবেদন শুরুর তারিখ ঘোষণা করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সম্প্রতি ইন্ডিয়ান আর্মির তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এমটিএস (সাফাইওয়ালা), এমটিএস (মেসেঞ্জার), মেস ওয়েটার, বার্বার, ওয়াশার ম্যান, মশালচি এবং কুক সহ বিভিন্ন গ্রুপ সি পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার ২২ রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শীঘ্রই আবেদন শুরুর তারিখ ঘোষণা করা হবে। প্রার্থীদের অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন।

আরও পড়ুন:  অয়েল ইন্ডিয়ায় ফার্মাসিস্ট এবং প্যারামেডিক্যাল হসপিটাল টেকনিশিয়ান নিয়োগ, জানুন বিশদে

ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার ২২ রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

advertisement

প্রতিষ্ঠানের তরফে মোট ১৩৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

এমটিএস (সাফাইওয়ালা)- ২৮টি পদ

এমটিএস (মেসেঞ্জার)- ৩টি পদ

মেস ওয়েটার- ২২টি পদ

বার্বার- ৯টি পদ

ওয়াশার ম্যান- ১১টি পদ

মশালচি- ১১টি পদ

কুক- ৫১টি পদ

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা ইন্ডিয়ান আর্মি
পদের নাম এমটিএস (সাফাইওয়ালা), এমটিএস (মেসেঞ্জার), মেস ওয়েটার, বার্বার, ওয়াশার ম্যান, মশালচি এবং কুক সহ বিভিন্ন গ্রুপ সি
শূন্যপদের সংখ্যা ৫১
নির্বাচন পদ্ধতি বিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু শুরু হবে
শিক্ষাগত যোগ্যতা বিশদ দেখুন
বেতনক্রম বিশদ দেখুন
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদনের শেষ তারিখ বিশদ দেখুন

advertisement

ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার ২২ রিক্রুটমেন্ট ২০২৩: বেতন

এমটিএস, মেস ওয়েটার, বার্বার, ওয়াশার ম্যান, মশালচি ১৮,০০০ টাকা থেকে ৫৬৯০০ টাকা।

কুক – ১৯৯০০ টাকা থেকে ৬৩২০০ টাকা।

ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার ২২ রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের যোগ্যতা

দশম শ্রেণি উত্তীর্ণ বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

আরও পড়ুন: ভারতীয় রেলে লক্ষ লক্ষ শূন্যপদে নিয়োগ হবে, রাজ্যসভায় ঘোষণা রেলমন্ত্রীর! জানুন

advertisement

ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার ২২ রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা

ন্যূনতম বয়সসীমা - ১৮ বছর

সর্বোচ্চ বয়সসীমা - ২৫ বছর

ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার ২২ রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন পদ্ধতি

লিখিত পরীক্ষা এবং প্র্যাক্টিক্যাল/ ট্রেড টেস্টের ভিত্তিতে নির্বাচন করা হবে।

লিখিত পরীক্ষায় দশম শ্রেণির মানের প্রশ্নপত্র থাকবে। অন্তর্ভুক্ত প্রশ্নগুলি জেনারেল নলেজ ও রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথমেটিক্স এবং ইংরেজি ইত্যাদি বিষয়ের সঙ্গে সম্পর্কিত হবে। এমসিকিউ ধরনের প্রশ্নপত্র থাকবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদেরও প্র্যাক্টিক্যাল টেস্ট নেওয়া হবে।

advertisement

ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার ২২ রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি

ইংরেজি ভাষায় নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্রটি পূরণ করে এই ঠিকানায় পাঠাতে হবে, ‘Group Commander, HQ 22 Movement Control Group, PIN-900328, c/o 99 APO’। এনভেলাপের ওপরে ‘APPLICATION FOR THE POST OF__________’, “Category _________” ইত্যাদি নির্দিষ্ট করে লিখে দিতে হবে।

বাংলা খবর/ খবর/চাকরি/
Indian Army HQ 22 Recruitment 2023: ইন্ডিয়ান আর্মির অধীনে ১৩৫ শূন্যপদে নিয়োগ, জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল