আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩১.০৫.২০২৩ তারিখের পূর্বে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের অনলাইন ও অফলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
advertisement
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট |
পদের নাম | প্রোগ্রাম অফিসার এবং অ্যাকাউন্টেন্ট |
শূন্যপদের সংখ্যা | ২ |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন ও অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ৩১.০৫.২০২৩ |
বেতন
প্রার্থীদের মাসিক ৪৫০০০ টাকা থেকে ৬০০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
বয়সসীমা
উল্লিখিত পদে আবেদনের বয়সসীমা ৪৫ থেকে ৬২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের যোগ্যতা
প্রোগ্রাম অফিসার- এমন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী যাঁদের অ্যাডমিনিস্ট্রেশন এবং ফিনান্সে কাজের অভিজ্ঞতা রয়েছে।
কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সোশ্যাল ওয়ার্ক/ সোশিওলজিতে স্নাতকোত্তর অথবা স্পেশাল এডুকেশনে এ.এড ডিগ্রি রয়েছে তাঁরাও আবেদনের যোগ্য।
প্রার্থীদের এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
অ্যাকাউন্টেন্ট- এমন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী যাঁদের অ্যাডমিনিস্ট্রেশন এবং ফিনান্সে কাজের অভিজ্ঞতা রয়েছে।
স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে কমার্সে বা সংশ্লিষ্ট কোর্সে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং প্রার্থীদের অ্যাকাউন্টিং সফ্টওয়্যার যেমন ট্যালি এবং এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
আরও পড়ুন: UPSC অধীনে নিয়োগের দারুণ সুযোগ! তাড়াতাড়ি আবেদন করুন
আরও পড়ুন: ইন্ডিয়ান ব্যাঙ্কে চাকরির দুর্দান্ত সুযোগ! জেনে নিন
আবেদন পদ্ধতি
প্রার্থীদের আবেদনপত্র পূরণ করে এই ঠিকানায় পাঠাতে হবে, “The Under Secretary (Policy), Department of Empowerment of Persons with Disabilities (Divyangjan), Room No. 520, 5th Floor, B-II Wing, Pt. Deendayal Antyodaya Bhawan, CGO Complex, New Delhi-110003”। এছাড়াও আবেদনপত্রের একটি কপি এই মেল আইডিতে nfdepwd@gmail.com পাঠাতে হবে।
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://studycafe.in/wp-content/uploads/2023/05/MINISTRY-OF-SOCIAL-JUSTICE-AND-EMPOWERMENT-RECRUITMENT-2023-2.pdf ক্লিক করতে পারেন।