বিশাখাপত্তনম কোঅপারেটিভ ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৮ নভেম্বর, ২০২২ থেকে। প্রার্থীদের আগামী ১৪ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: নদিয়ায় শাসকদলের জমি নড়বড়ে? ভোটের আগে আজ প্রশাসনিক 'ক্লাস' নেবেন মুখ্যমন্ত্রী
বিশাখাপত্তনম কোঅপারেটিভ ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৩০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
বিশাখাপত্তনম কোঅপারেটিভ ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের তিনটি পর্যায়ে নির্বাচন করা হবে। প্রিলিমিনারি টেস্ট, মেইন পরীক্ষা নেওয়া হবে। মেইন পরীক্ষায় উত্তীর্ণদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
আরও পড়ুন: 'কাউকে রেয়াত নয়', নিহত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
| সংস্থা: | বিশাখাপত্তনম কোঅপারেটিভ ব্যাঙ্ক পদের নাম: প্রবেশনারি অফিসার (ডেপুটি ম্যানেজার) |
| শূন্যপদের সংখ্যা: | ৩০ |
| কাজের স্থান: | বিশদ দেখুন |
| নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
| আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
| শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
| বেতনক্রম: | বিশদ দেখুন |
| আবেদন পদ্ধতি: | অনলাইন |
| আবেদনের শেষ তারিখ: | ১৪.১১.২০২২ |
বিশাখাপত্তনম কোঅপারেটিভ ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রেগুলার স্ট্রিমে নুন্যতম ৬০% নম্বর সহ গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়াও প্রার্থীদের ইংরেজি ও তেলেগু ভাষায় কথা বলা, লেখা ও পড়ায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় প্রাথমিক জ্ঞান থাকতে হবে।
বিশাখাপত্তনম কোঅপারেটিভ ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
উল্লিখিত পদে আবেদনের সর্বনিম্ন বয়সসীমা ২০ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।
বিশাখাপত্তনম কোঅপারেটিভ ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২২: আবেদন ফি
প্রার্থীদের জন্য ১০০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
