আবেদন সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য নীচে দেওয়া হল
শিক্ষাগত যোগ্যতা
কলকাতা পুরনিগমের ল্যাবরেটরি টেকনিশান পদে আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। পাশাপাশি স্বীকৃত বোর্ডের অধীনে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা অঙ্ক থাকা বাধ্যতা মূলক। সেই সঙ্গে কম্পিউটার পরিচালনার জ্ঞানও থাকতে হবে।
advertisement
বয়স
আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। যদিও এসসি, এসটি, ওবিসিরা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় পাবেন।
কারা আবেদন করতে পারবেন
কেবলমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই এই পদের জন্য আবেদন করতে পারবে।
আরও পড়ুন: ইন্ডিয়ান এয়ারফোর্সের অধীনে প্রচুর সংখ্যক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! বিশদে জানুন
এই পদের জন্য আবেদনের জন্য ফর্ম পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণপত্রও প্রত্যায়িত করে পাঠাতে হবে। কোন ঠিকানায় তা পাঠাতে হবে এবং কত তারিখের মধ্যে পাঠাতে হবে, তা বিস্তারিত উল্লেখিত হয়েছে বিজ্ঞপ্তিতে। শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি হবে। সেই মতো পরবর্তাপর্যায়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। প্রতি পদ পিছু ১০ জন প্রার্থী ডাক পাবেন। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য প্রতি মাসে ২২ হাজার টাকা বেতন দেওয়া হবে।
আরও বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন- Laboratory_Technicians