আইআরসিটিসি রিক্রুটমেন্ট ২০২২: গুরুত্বপূর্ণ তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু চলছে। প্রার্থীদের আগামী ৪ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় বিপুল চাকরি, আজই আবেদন করুন
আইআরসিটিসি রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে আবেদন করতে হবে। এরপর আবেদনপত্র ও সমস্ত প্রয়োজনীয় নথি ও শংসাপত্র-সহ প্রার্থীদের এই মেল আইডিতে deputation@irctc.com পাঠাতে হবে।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ অফিসিয়াল নোটিশের লিঙ্কে ক্লিক করে জানতে পারেন।
আইআরসিটিসি রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থা | ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন |
পদের নাম | জয়েন্ট জেনারেল ম্যানেজার (ই৫)/ ডেপুটি জেনারেল ম্যানেজার (ই৪)/ ম্যানেজার (ই৩) |
শূন্যপদের সংখ্যা | ১ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৪-১১-২০২২ |
আইআরসিটিসি রিক্রুটমেন্ট ২০২২: মেয়াদকাল
মেয়াদকাল ৩ বছর।
আইআরসিটিসি রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
বয়সসীমা আবেদনের শেষ তারিখ অনুযায়ী ৫৬ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন: কনটেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে নিয়োগ! এক ক্লিকে জানুন বিস্তারিত
আইআরসিটিসি রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের টেন্ডার এবং কনট্রাক্টের বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। পাবলিক প্রকিউরমেন্টের আপডেট পলিসি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এ ছাড়াও টিসি মিনিটের ড্রাফট তৈরি, টেন্ডার ডকুমেন্ট তৈরি ইত্যাদি বিষয়ে কাজ করতে হবে।
আইআরসিটিসি রিক্রুটমেন্ট ২০২২: বেতন
১৫৬০০-৩৯০০ জিপি ৬৬০০ (৬ঠ সিপিসি)/লেভেল-১১ (৭ম সিপিসি) সিডিএ প্যাটার্ণ বা ১৫৬০০-৩৯০০ জিপি ৫৪০০ (৬ঠ সিপিসি)/লেভেল-১০ (৭ম সিপিসি) সিডিএ প্যাটার্ন।
আইআরসিটিসি রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন পদ্ধতি
আবেদনকারী প্রার্থীদের বিভাগের নির্দেশিকা অনুযায়ী নির্বাচন করা হবে।