জিও-র প্রতিদ্বন্দ্বী এয়ারটেল অবশ্য গত মাসেই ৩০০Mbps স্পিডের ব্রডব্যান্ড প্ল্যান এনেছে বাজারে ৷ যার মাসিক খরচ ২১৯৯ টাকা ৷ এয়ারটেলের সবচেয়ে কমদামি ব্রডব্যান্ড প্যাকেজের দাম ১০৯৯ টাকা ৷ সেখানে জিও গ্রাহকদের জন্য এর থেকে অনেক কম খরচে ব্রডব্যান্ড সার্ভিস বাজারে আনতে চলেছে বলে খবর ৷ এর পাশাপাশি জিও ফাইবার ব্রডব্যান্ড সার্ভিস ফাইবার-টু-দ্য হোম (FTTH) মডেলের ৷ যেখানে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল (VoIp)-এর মাধ্যমে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে ৷
advertisement
জিও ফাইবার ব্রডব্যান্ড সার্ভিস আপাতত আহমেদাবাদ, চেন্নাই, জামনগর, মুম্বই, দিল্লির মতো দেশের বেশ কয়েকটি শহরে পরীক্ষামূলক ভাবে চালু করেছে সংস্থা ৷ সেখানে ১০০Mbps-এর স্পিডের সুবিধাযুক্ত ব্রডব্যান্ড পরিষেবা গ্রাহকদের দেওয়া হচ্ছে ৪৫০০ টাকা ডিপোজিট টাকা জমা রেখে ৷ চলতি বছরে পাকাপাকিভাবে সারা দেশে জিও ফাইবার চালু হয়ে গেলেও ১০০০ টাকারও কম দামে হাই-স্পিড ফিক্সড লাইন ব্রডব্যান্ড সার্ভিস পাবেন সংস্থার গ্রাহকরা ৷