TRENDING:

কম দামে হাই স্পিড ব্রডব্যান্ড পরিষেবা বাজারে আনতে চলেছে জিও

Last Updated:

ব্রডব্যান্ড সার্ভিসের জন্য ‘জিও ফাইবার’ ফিক্সড লাইন নিয়ে গত দু’বছর ধরেই পরীক্ষা-নিরীক্ষা করছে জিও ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: জিও মানেই ডেটার ছড়াছড়ি ৷ একের পর এক দুর্দান্ত অফার ৷ ফোনের পাশাপাশি ওয়াই ফাই ব্যবস্থা ‘জিও ফাই’-ও বাজারে এনেছে রিলায়েন্স ৷ ব্রডব্যান্ড সার্ভিসের জন্য ‘জিও ফাইবার’ ফিক্সড লাইন নিয়ে গত দু’বছর ধরেই পরীক্ষা-নিরীক্ষা করছে ৷ এবার সেই ব্রডব্যান্ড সার্ভিস জিও বাজারে আনতে চলেছে বলেই খবর ৷ ১০০Mbps স্পিডযুক্ত এই মোবাইল পরিষেবা চলতি বছরের শেষের দিকেই দেশ চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থার ৷ যেখানে আনলিমিটেড ভয়েস, ভিডিও কলের পাশাপাশি জিও টিভি অ্যাপ ব্যবহারে সুবিধাও পাবেন গ্রাহকরা ৷ আর এসমস্ত কিছুই পাওয়া যাবে ১০০০ টাকারও কম দামের প্যাকেজে ৷
advertisement

জিও-র প্রতিদ্বন্দ্বী এয়ারটেল অবশ্য গত মাসেই ৩০০Mbps স্পিডের ব্রডব্যান্ড প্ল্যান এনেছে বাজারে ৷ যার মাসিক খরচ ২১৯৯ টাকা ৷ এয়ারটেলের সবচেয়ে কমদামি ব্রডব্যান্ড প্যাকেজের দাম ১০৯৯ টাকা ৷ সেখানে জিও গ্রাহকদের জন্য এর থেকে অনেক কম খরচে ব্রডব্যান্ড সার্ভিস বাজারে আনতে চলেছে বলে খবর ৷ এর পাশাপাশি জিও ফাইবার ব্রডব্যান্ড সার্ভিস ফাইবার-টু-দ্য হোম (FTTH) মডেলের ৷ যেখানে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল (VoIp)-এর মাধ্যমে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জিও ফাইবার ব্রডব্যান্ড সার্ভিস আপাতত আহমেদাবাদ, চেন্নাই, জামনগর, মুম্বই, দিল্লির মতো দেশের বেশ কয়েকটি শহরে পরীক্ষামূলক ভাবে চালু করেছে সংস্থা ৷ সেখানে ১০০Mbps-এর স্পিডের সুবিধাযুক্ত ব্রডব্যান্ড পরিষেবা গ্রাহকদের দেওয়া হচ্ছে ৪৫০০ টাকা ডিপোজিট টাকা জমা রেখে ৷ চলতি বছরে পাকাপাকিভাবে সারা দেশে জিও ফাইবার চালু হয়ে গেলেও ১০০০ টাকারও কম দামে হাই-স্পিড ফিক্সড লাইন ব্রডব্যান্ড সার্ভিস পাবেন সংস্থার গ্রাহকরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
কম দামে হাই স্পিড ব্রডব্যান্ড পরিষেবা বাজারে আনতে চলেছে জিও