TRENDING:

Biman basu | Bayron Biswas: হাত ছাড়লেন বায়রন! সাগরদিঘি মডেল কি ‘ফেল’? কী বললেন বিমান বসু?

Last Updated:

সাগরদিঘি উপ নির্বাচনে জয়লাভ করার তিন মাসের মধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস৷ সোমবার তাঁর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ গোটা বিষয়টিকেই ‘মীরজাফরের’ বিশ্বাসঘাতকতার সঙ্গে তুলনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী৷ কিন্তু, কী বলছে বামেরা?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: সাগরদিঘি উপ নির্বাচনে জয়লাভ করার তিন মাসের মধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস৷ সোমবার তাঁর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ গোটা বিষয়টিকেই ‘মীরজাফরের’ বিশ্বাসঘাতকতার সঙ্গে তুলনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী৷ কিন্তু, কী বলছে বামেরা?
advertisement

এদিন বায়রন বিশ্বাসের দল বদল প্রসঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, ‘‘যা হল তা ভাল হোল না। বুঝিনি এমন হবে।’’ সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি আসেন বামফ্রন্ট চেয়ারম্যান। বায়রন বিশ্বাসের দলবদল প্রসঙ্গে প্রবীণ বাম নেতা বিমান বসু বলেন, ‘‘খুব দুর্ভাগ্যজনক ঘটনা। বুঝিনি এরকম হবে। ওর মধ্যে কেমন একটা জড়তা ছিল। দো-মনা ছিল।’’

advertisement

আরও পড়ুন: ‘বিশ্বাস’ ভেঙেছে বায়রন! তৃণমূলকে বিরাট চ্যালেঞ্জ করলেন অধীর চৌধুরী, একের পর এক তোপ

দলবদলের পরে বায়রন অভিযোগ তুলেছেন, কংগ্রেসে থেকে গত তিন মাসে তিনি কোনও কাজ করতে পারেননি। বায়রনের এমন মন্তব্য প্রসঙ্গে বিমানবাবু বলেন, ‘‘ওকে তো বিধানসভাতেও যেতে দেখিনি।’’ বায়রন চলে যাওয়ায় সাগরদিঘি মডেল প্রশ্নের মুখে পড়লেও এখনই হাল ছাড়তে নারাজ বিমান বসু। তাঁর যুক্তি, ‘‘একটা দুর্ঘটনা ঘটে গেলে। যা ঘটল তা ভাল না। এখনই সবকিছু বলা বা বিশ্লেষণ করা সম্ভব নয়।’’

advertisement

আরও পড়ুন: ‘কাল বোতাম টিপলে….’ অধীর চৌধুরীকে বিরাট হুঁশিয়ারি অভিষেকের! বায়রন যোগের পরে আর যা যা বললেন

গত ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘি আসনটিতে উপ নির্বাচন বয়। ২রা মার্চ প্রকাশিত হয় ফলাফল৷ দেখা যায়, সেখানে ৫০ হাজারেরও বেশি ভোটে জয়ী হন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস৷ এমনকি, বিজেপির কিছু ভোটও বায়রনের পক্ষে গিয়েছিল বলে গুঞ্জন ওঠে৷ তবে জল্পনা শুরু হয়, যখন বায়রনের সঙ্গে দেখা করার পরে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, জয়ী বিধায়ক তাঁকে বলেছেন তিনি তৃণমূলেরই লোক৷ অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাটালের নবজোয়ারের সভায় তৃণমূলে যোগ দিলেন বায়রন৷

advertisement

শান্তনু কর

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Biman basu | Bayron Biswas: হাত ছাড়লেন বায়রন! সাগরদিঘি মডেল কি ‘ফেল’? কী বললেন বিমান বসু?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল