TRENDING:

অনুরাগ তো ফিরেছে, তবে কেউ কি জানে মেঘলার বর্তমান ঠিকানা ?

Last Updated:

বাংলা টেলিভিশনের অন্যতম সুপারহিট ধারাবাহিক ইচ্ছেনদী ৷ প্রায় দু'বছরেরও বেশি সময় ধরে দর্শকদের মন জয় করেছে এই জনপ্রিয় ধারাবাহিক ৷ বিক্রম চট্টোপাধ্যায় ও সেলাঙ্কি রায় প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ৷ যথাক্রমে অনুরাগ ও মেঘলা নামে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাংলা টেলিভিশনের অন্যতম সুপারহিট ধারাবাহিক ইচ্ছেনদী ৷ প্রায় দু'বছরেরও বেশি সময় ধরে দর্শকদের মন জয় করেছে এই জনপ্রিয় ধারাবাহিক ৷ বিক্রম চট্টোপাধ্যায় ও সেলাঙ্কি রায় প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ৷ যথাক্রমে অনুরাগ ও মেঘলা নামে ৷
advertisement

মূলত প্রেম কাহিনি আশ্রিত ধারাবাহিকের বিভিন্ন ঘটনা মানুষের মনকে এমন ভাবে স্পর্শ করেছে ৷ যে মেঘলা ও অনুরাগ আজও সবার মনের চরিত্রে পরিণত হয়েছে ৷ ধারাবাহিকটি বন্ধ হয়েছে অনেক আগেই তবুও ভুলতে পারেনি দর্শক আজও ৷

দর্শকদের না পাওয়া অনেক যন্ত্রণাই মুহূর্তের মধ্যে ভুলিয়ে দিয়েছে অনুরাগ-মেঘলা জুটি ৷ বিক্রম চট্টোপাধ্যায় অবশ্য় নতুন ধারাবাহিক ফাগুন বউ-এ আবারও নজর কেড়েছেন সবার ৷ তবে স্পটলাইটের বাইরে বেরিয়ে কেমন আছেন মেঘলা ওরফে সোলাঙ্কি ? কী বা করছেন তিনি ?

advertisement

মাঝখানের অনেক ঘাত প্রতিঘাত ৷ সময়ও থেমে নেই ৷ মেঘলা ওরফে সোলাঙ্কি বিয়ে করে এখন বিদেশিনি ৷ হ্যাঁ এই মুহূর্তে সোলাঙ্কি নিউজিল্যান্ডে বসবাস করছেন ৷ স্বামীকে নিয়ে সুখেই ঘর করছেন তিনি ৷ মাঝখানে একটি ধারাবাহিকে কিছুদিনের জন্য অবশ্য সোলাঙ্কিকে দেখা গিয়েছিল ৷ তবে মেঘলা বেশ আছেন, ভালই আছেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আরও পড়ুন : মুক্তি পেল সত্য়মেব জয়তের ৩টি পোস্টার, দর্শকদের মধ্য়ে টানটান উত্তেজনা

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
অনুরাগ তো ফিরেছে, তবে কেউ কি জানে মেঘলার বর্তমান ঠিকানা ?