মূলত প্রেম কাহিনি আশ্রিত ধারাবাহিকের বিভিন্ন ঘটনা মানুষের মনকে এমন ভাবে স্পর্শ করেছে ৷ যে মেঘলা ও অনুরাগ আজও সবার মনের চরিত্রে পরিণত হয়েছে ৷ ধারাবাহিকটি বন্ধ হয়েছে অনেক আগেই তবুও ভুলতে পারেনি দর্শক আজও ৷
দর্শকদের না পাওয়া অনেক যন্ত্রণাই মুহূর্তের মধ্যে ভুলিয়ে দিয়েছে অনুরাগ-মেঘলা জুটি ৷ বিক্রম চট্টোপাধ্যায় অবশ্য় নতুন ধারাবাহিক ফাগুন বউ-এ আবারও নজর কেড়েছেন সবার ৷ তবে স্পটলাইটের বাইরে বেরিয়ে কেমন আছেন মেঘলা ওরফে সোলাঙ্কি ? কী বা করছেন তিনি ?
advertisement
মাঝখানের অনেক ঘাত প্রতিঘাত ৷ সময়ও থেমে নেই ৷ মেঘলা ওরফে সোলাঙ্কি বিয়ে করে এখন বিদেশিনি ৷ হ্যাঁ এই মুহূর্তে সোলাঙ্কি নিউজিল্যান্ডে বসবাস করছেন ৷ স্বামীকে নিয়ে সুখেই ঘর করছেন তিনি ৷ মাঝখানে একটি ধারাবাহিকে কিছুদিনের জন্য অবশ্য সোলাঙ্কিকে দেখা গিয়েছিল ৷ তবে মেঘলা বেশ আছেন, ভালই আছেন ৷
আরও পড়ুন : মুক্তি পেল সত্য়মেব জয়তের ৩টি পোস্টার, দর্শকদের মধ্য়ে টানটান উত্তেজনা