TRENDING:

ছবির শ্যুটিং প্রায় শেষ, এমন সময় ঐশ্বর্যকে কম পারিশ্রমিক নিতে বললেন প্রযোজক

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্রায় দু’বছর পর ফের বড় পর্দায় আসতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন ৷ অতুল মঞ্জেরেকরের ‘ফনে খান’ ছবিতে অভিনয় করছেন তিনি ৷ এই ছবির অনেকটা অংশের শ্যুটিংই সম্পূর্ণ ৷ কিন্তু তার আগেই ছবির প্রোডাকশন নিয়ে সমস্যা দেখা গিয়েছে ৷
advertisement

আর এর জেরে ছবির কলাকুশলীদের টাকা দেওয়া নিয়ে সমস্যা দেখা গিয়েছে ৷ রাকেশ ওম প্রকাশ মেহেরা পিকচার্স এবং প্রেরণা আরোরাস ক্রিয়াজ এন্টারচেনমেন্টের যৌথ প্রযোজনায় ‘ফ্যানি খান’ ছবির শুটিং শুরু হয়েছিল। তবে সমস্যা দেখা দেওয়ায় ছবির প্রজেক্টট হাতে নেন ভৃষণ কুমার ৷ আর এরপরেই ছবিটির বাজেট তৈরি হয় নতুন করে ৷ আর তখনই ঐশ্বর্যকে তাঁর পারিশ্রমিক কম করার জন্য অনুরোধ করা হয়েছে বলে খবর ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিয়ার ২০০, হুইস্কি ৩০০! বিদেশি মদের টানে সুরাপ্রেমীদের ভিড় জমছে বাংলার 'এই' জেলায়!
আরও দেখুন

তবে, অভিনেত্রী তাঁর পারিশ্রমিক কমাবেন কিনা, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি ৷ সব কিছু ঠিক থাকলে ছবিটি মুক্তি পেতে পারে আগামী ৩ অগস্ট। এই ছবিতে ঐশ্বর্য’র সঙ্গে রয়েছেন অনিল কাপুর ও রাজকুমার রাও ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
ছবির শ্যুটিং প্রায় শেষ, এমন সময় ঐশ্বর্যকে কম পারিশ্রমিক নিতে বললেন প্রযোজক