‘ব্ল্যাকমেল’ ছবির পরিচালক অভিনয় দেও জানিয়েছেন, ইরফান কোনও ভাবেই চান না ছবিটির রিলিজের দিনক্ষণ কোনওভাবেই পিছিয়ে না যায়৷ এ বার মুক্তি পেল ‘ব্ল্যাকমেল’ ছবির তৃতীয় গান ‘বদলা’৷ যেখানে ইরফান অভিনীত চরিত্রটিকে প্রতিশো নিতে দেখা যাবে৷ এই গানটিতে ইরফানের পাশাপাশি রয়েছেন গায়ক ও সঙ্গীত পরিচালক অমিত ত্রিবেদী এবং র্যাপার ডিভাইন।
দেখুন সেই গানের ভিডিও
advertisement
Location :
First Published :
March 16, 2018 7:23 PM IST