রাজস্থানের তরফে এদিন টুইটে জানানো হয়েছে, বেন স্টোকস আমাদের পরিবারেরই একজন। ও দলের সঙ্গেই থাকবে বলে ঠিক করেছে। মাঠ হোক বা মাঠের বাইরে, স্টোকসের থাকাটা দলের জন্য ভাল। সতীর্থরা ওর থেকে ইনপুটস পাবে। চিকিতসকরা জানিয়েছেন, স্টোকসের বাঁ-হাতের আঙুল ভেঙেছে। চলতি মরশুমে বেন আর কোনও ম্যাচে খেলতে পারবে না। ফলে আমাদের এবার ওর বিকল্প খুঁজতে নামতে হবে। রাজস্থান রয়্যালসের মেডিকেল বোর্ড স্টোকসের চোট নিয়ে পর্যালোচনা করছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকেও স্টোকসের চোট সম্পর্কে সমস্ত আপডেট দেওয়া হচ্ছে। গত ম্যাচে অষ্টম ওভারে বোলিং করতে এসেছিলেন স্টোকস। এর পর আর তিনি বোলিং করেননি। রাজস্থানের হয়ে ওপেন করতে নেমেছিলেন। কিন্তু মহম্মদ শামির বলে আউট হন শূন্য রানে।
advertisement
রাজস্থান এখন মহামুশকিলে। একে তো পেসার জোফ্রা আর্চার চোটে কাবু। অন্তত চারটি ম্যাচ খেলতে পারবেন না তিনি। তার মধ্যে এবার টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন স্টোকস। স্টোকস ও আর্চারের বিকল্প রাজস্থানের হাতে বেশি নেই। জোস বাটলার ও ক্রিস মরিসের জায়গা পাকা। বাকি দুটি বিদেশি কোটায় ডেভিড মিলার, লায়ম লিভিংস্টোন, এন্ড্রু টাই ও মুস্তাফিজুর রহমান রয়েছেন। প্রথম ম্যাচে মুস্তাফিজুর খেলেছিলেন। তবে পারফরম্যান্স আহামরি ছিল না। তবে লায়াম লিভিংস্টোন হতে পারেন স্টোকসের বিকল্প। তিনি টপ অর্ডারে ব্যাটিং করেন। আবার পার্ট টাইম স্পিনার।
