TRENDING:

Virat Dhoni discussion : ঝড়ের মাঝেই ধোনির সঙ্গে কী নিয়ে আলোচনা কোহলির ?

Last Updated:

Virat Kohli and Mahendra Singh Dhoni long discussion during sandstorm. শারজায় প্রচন্ড মরুঝড় চলার কারণে টস হল প্রায় আধঘণ্টা দেরিতে। কিন্তু ওই টস হওয়া পর্যন্ত দেখা গেল বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি দীর্ঘক্ষন আলোচনা করছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনা শুরু করে দিলেন ধোনি - কোহলি !
টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনা শুরু করে দিলেন ধোনি - কোহলি !
advertisement

আরও পড়ুন - RCB vs CSK : নিখুঁত অঙ্ক কষে খেলে শারজায় বিরাট বধ ধোনির কিংসদের

মাসখানেক পর এই আরব আমিরশাহীতেই আয়োজিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ধোনির সঙ্গে নিশ্চয়ই দল নিয়ে আলোচনা চালালেন বিরাট। হাত নেড়ে ধোনিকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছিলেন ভারত অধিনায়ক। শান্ত মাথায় মন দিয়ে শুনছিলেন ক্যাপ্টেন কুল। ধারাভাষ্যকার ধারণা বিশ্বকাপে ধোনিকে মেন্টর করে এনে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড কর্তারা। ধোনি ড্রেসিংরুমে থাকলে পরিবেশ শান্ত থাকে। সেই সুবিধা কাজে লাগাতে পারবে ভারত।

advertisement

তাছাড়া বিরাট কোহলি এবং রবি শাস্ত্রীর সঙ্গে ধোনির ইগোর লড়াই নেই সেভাবে। তাই সুনীল গাভাসকার পর্যন্ত মনে করেন মন খুলে ধোনির সঙ্গে আলোচনা করতে পারবেন বিরাট। অধিনায়ক হিসেবে ভারতের হয়ে টি টোয়েন্টি ফরম্যাটে এটাই তার শেষ টুর্নামেন্ট আগেই ঘোষণা করেই দিয়েছিলেন। বিরাট মরিয়া হয়ে থাকবেন এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার দেশের হয়ে।

advertisement

বছর দুয়েক আগে ইংল্যান্ডের মাটিতে একদিনের বিশ্বকাপে ভারত বিদায় নিয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে। তারপর থেকে ধোনি এবং কোহলির একসঙ্গে খেলা হয়নি। আবার দুজন থাকবেন একটা ড্রেসিংরুমে। মরুঝড় চলার দিকে অবশ্য নজর ছিল না দুজনেরই। তবে আইপিএল থেকে কিছু ক্রিকেটার চূড়ান্ত দলে প্রবেশ করতে পারেন কিনা সেদিকে নজর থাকবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মহেন্দ্র সিং ধোনি জানেন প্রচণ্ড চাপের মুখে দলের ক্রিকেটারদের কীভাবে শান্ত রাখা যায়। বিরাট কোহলি চাপের মুহূর্তে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। সেটা ধোনি বাইরে থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তাছাড়া বিরাট অধিনায়ক হিসেবে যতই উন্নতি করুন, ম্যাচ রিডিং করার ক্ষেত্রে ধোনি এখনও অনেক এগিয়ে।

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
Virat Dhoni discussion : ঝড়ের মাঝেই ধোনির সঙ্গে কী নিয়ে আলোচনা কোহলির ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল