TRENDING:

দু’দিন বাদেই শুরু IPL, তার আগে এল এই মেগা খবর

Last Updated:

এখনও আইপিএলের বল গড়াল না, তার আগেই এল ধামাকা খবর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে  (IPL) ২০২২ সাল থেকেই বড় রদবদল হতে চলেছে৷ মানুষের দীর্ঘদিনের অপেক্ষা এবার অবসান৷ আইপিএলে ১৫ তম মরশুম থেকে ১০ টি দলের আইপিএল আয়োজন করা হবে৷ এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ( (BCCI )৷ সিদ্ধান্ত হয়েছে ১৪তম মরশুমের আইপিএলের একদম অন্তিম পর্বে বসবে মেগা নিলামের আসর৷ শনিবার আইপিএল নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, কোষাধ্যক্ষ জয় শাহ৷ এছাড়াও ছিলেন আইপিএল গর্ভনিং কাউন্সিলের পদাধিকারীরা৷
advertisement

বিসিসিআই -র এক আধিকারিক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ‘‘আগামী বছর থেকে আইপিএল দশটি দলের হবে৷ এই বছরের মে মাসের মধ্য নতুন ফ্রাঞ্চাইজিদের বিডিং প্রক্রিয়া শেষ হয়ে যাবে৷ আর এরসঙ্গে যুক্ত বিভিন্ন জিনিসের ফাইনাল টাচের বিষয়টিও নিষ্পত্তি হয়ে যাবে৷ ’’ তিনি আরও জানিয়েছেন, ‘‘একবার কোন কোন দল খেলবে জানা হয়ে গেলে নিজেদের পরিচলন পদ্ধতি শুরু করে দেওয়া যাবে৷ যাতে অনেক সময় লাগে৷ ’’

advertisement

আইপিএলের ২ টি নতুন দল মালিক কারা হবেন এই নিয়েও প্রচুর জল্পনা শুরু হয়েছে৷ সূত্রের খবর অনুযায়ি আদানি গ্রুপ ও সঞ্জীব গোয়েঙ্কা এই দৌড়ে এগিয়ে রয়েছেন৷ আইপিএল একটি দল আহমেদাবাদ থেকে হতে পারে, সেটা কিনতেই আগ্রহী আদানি গ্রুপ৷ দীর্ঘদিন ধরেই এই দল কেনার ব্যাপারে তারা আগ্রহ প্রকাশ করেই চলেছে৷ এই মুহূ্র্তে আহমেদাবাদ পৃথিবীর বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম তাই সেখানে নতুন ভাবে খেলা হবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

২০২২ সালে ১০ দল আইপিএলে খেলবে৷ ফলে ফর্ম্যাটেও বড় বদল আসবে৷ এই মুহূ্র্তে আইপিএলে রাউন্ড রবিন পর্বের ঢঙে খেলা হয়, যেখানে গ্রুপ পর্বে এক একটি দল পরস্পরের সঙ্গে ২ বার করে খেলে৷ আর সর্বোচ্চ পয়েন্ট থাকা চারটি দল প্লে অফের যোগ্যতা অর্জন করে৷ কিন্তু ১০ দলের সঙ্গে এই ফর্ম্যাট খানিকটা আলাদ হতে চলেছে৷ যাতে দুটি গ্পুরে দলগুলিকে ভাগ করা হতে পারে৷ তবে সরকারিভাবে এই বিষয়ে কোনও বক্তব্য রাখা হয়নি৷

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
দু’দিন বাদেই শুরু IPL, তার আগে এল এই মেগা খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল