কিন্তু বিরাট কোহলির এই খারাপ ফর্ম নিয়ে মোটেই চিন্তিত নন সুনীল গাভাসকার। ভারতীয় কিংবদন্তি স্পষ্ট জানিয়েছেন কয়েকটা জায়গা একটু বদলাতে পারলেই রান পাবেন বিরাট। সানি মনে করেন প্রথমদিকে এসে খুচরো রান নেওয়ার চেষ্টা করছেন বেশি। যে কারণে থার্ড ম্যান অঞ্চলে বল গ্লাইড করে খেলতে চাইছেন। কিন্তু ভুল হচ্ছে ঠিক এই জায়গাতে। সানি মনে করেন নিজের স্বাভাবিক ড্রাইভ এবং পাঞ্চ করা উচিত বিরাটের, কারণ সেটাই তাঁর স্বাভাবিক খেলা। সেক্ষেত্রে ব্যাটিং পাওয়ার প্লে আরও ভালোভাবে কাজে লাগাতে পারবেন আরসিবি অধিনায়ক।
advertisement
বিরাট কোহলি নিজের জন্য যে উচ্চতা তৈরি করেছেন, তাতে তিনি ব্যাট করতে এলে তাঁকে নিয়ে প্রত্যাশা সব সময় বেশি থাকে। কমপক্ষে একটা অর্ধশতরান আশা করেন সর্মথকরা। বিরাট যথেষ্ট অভিজ্ঞ এবং দূরদর্শী ক্রিকেটার। নিজের ভুল তিনি শুধরে নেবেন আশা করাই যায়। পাশাপাশি সানি মনে করেন পকেটের পয়সা খরচ করে একমাত্র ডি ভিলিয়ার্স এর খেলা দেখতে মাঠে যাবেন তিনি। বয়স বাড়লেও এতটুকু দক্ষতা কমেনি এই দক্ষিণ আফ্রিকান তারকা'র। পাশাপাশি এই প্রথমবার আরসিবি দলটাকে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার মনে করছেন সানি।
