আজ থেকে শুরু আইপিএল। চিপকে মুম্বাই-ব্যাঙ্গালোরের প্রথম ম্যাচে হাল-হকিকত খতিয়ে দেখতে আগেরদিনই রওনা দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ। শহর ছাড়ার ঘে তিনি News 18 Bangla-কে বলে গেলেন, ক্রিকেটারদের কুর্ণিশ। ওরা যেভাবে বায়ো বাবল-এ থেকে খেলছে, পারফর্ম করছে তাতে প্রশংসা করতেই হয়। বায়ো-বাবলে থাকাটা সত্যিই কঠিন। তবে এই কঠিন কাজটা করেও টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা দুর্দান্ত পারফর্ম করছে। আমি তো সবে ১৫ মাস হয়েছে বিসিসিআই প্রেসিডেন্ট হয়েছি। যতটা পেরেছি করেছি। তবে ভারতীয় দলের ক্রিকেটাররা এত ভাল খেলছে!
advertisement
রাজনীতির প্রসঙ্গ উঠলেই এখন তিনি পাশ কাটিয়ে যান। এদিনও সেটাই করলেন সৌরভ। বাংলার বিধানসভা নির্বাচন নিয়ে মুখ খুললেন না। শুধু জানিয়ে গেলেন, তিনি ভোট দেবেন। আর বাংলার নির্বাচন সুষ্ঠু ও সুস্থভাবে মিটে যাক, সেটুকুই তিনি চান। বিসিসিআই প্রেসিডেন্ট আরও জানালেন, তাঁর রাজনীতিতে আসা, না আসার দ্বন্দ্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় যা হয় তার খোঁজ তিনি রাখেন না। তিনি স্পষ্ট বলে গেলেন, ''দেশের রাজনীতির খোঁজ রাখি। তবে সোশ্যাল মিডিয়ার খোঁজ রাখার সময় পাই না। সেখানে কী হচ্ছে বলতে পারব না।''
