ইংল্যান্ড থেকে সিরিজ শেষ করে দুবাইয়ে যোগ দেবেন ভারতীয় ক্রিকেটাররা। তবে সুচি ঘোষণার আগে যে সমস্যাগুলো নিয়ে চিন্তায় বোর্ড কর্তারা তার মধ্যে অন্যতম করোনা পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরশাহীর নিয়ম। বিভিন্ন দেশ থেকে আইপিএল খেলতে আসা ক্রিকেটারদের কতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে, তা নিয়ে কোনো স্পষ্ট বার্তা পাননি বোর্ড কর্তারা। ২০২০ সালে আইপিএলে যা যা নিয়ম ছিল সেগুলোই থাকবে নাকি নতুন কিছু নিয়ম বলবৎ করতে হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে ভ্যাকসিন নেওয়ার নির্দিষ্ট সংখ্যক দর্শক এবার ম্যাচ দেখতে পারবেন। তবে এর মধ্যেই আরো একটি বড় সমস্যা প্রকট হচ্ছে। একাধিক দেশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাকি আইপিএলের জন্য সেপ্টেম্বর মাসে ক্রিকেটারদের ছাড়া তাদের পক্ষে সম্ভব নয়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যেই ক্রিকেটার না ছাড়ার ব্যাপারে বার্তা পৌঁছেছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সূচি বদল করার জন্য আবেদন করা হলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। তবে দিন কয়েকের মধ্যেই সমস্ত সমস্যার সমাধান করতে মরিয়া
advertisement
ভারতীয় বোর্ড।
সংযুক্ত আরব আমিরশাহী ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে বৈঠক করা ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড বোর্ডের ক্রিকেট কর্তাদের সঙ্গে সৌরভরা আলোচনা করছেন বলে খবর। বোর্ড সূত্রে খবর, সমস্ত সমস্যা কাটিয়ে সর্বাঙ্গসুন্দর আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর বোর্ড কর্তারা। শেষ পর্যন্ত সমস্ত বিদেশিদের নিয়েই আইপিএল আয়োজন করা সম্ভব হবে বলে মনে করছে টিম সৌরভ। শেষ পাওয়া খবর অনুযায়ী, আইপিএলের আট ফ্র্যাঞ্চাইজি দুবাইয়ে হোটেল বুকিং প্রক্রিয়া শুরু করে দিয়েছে। তবে এই নিয়ে মন্তব্য করতে চাইছেন না বোর্ড কর্তারা।