রাজস্থান রয়্যালসের ক্রিকেটার অ্যান্ড্রু টাই ইতিমধ্যে দেশে ফিরেছেন। তিনি একটি ক্রিকেট সংক্রান্ত খবরের ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ভারতে এত মানুষ হাসপাতালে ভর্তি হতে পারছেন না। এদিকে আইপিএল চলছে। আইপিএলে যে টাকা খরচ হচ্ছে তা এখন স্বাস্থ্য খাতে খরচ হওয়া উচিত ছিল। প্রায় একইরকম প্রশ্ন এবার তুললেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। এক সময় কেকেআরের হয়ে খেলে যাওয়া শোয়েব ভারত ও পাকিস্তানের দুটি ফ্র্যাঞ্চাইজি লিগের আয়োজন নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন।
advertisement
নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, বিসিসিআই ও পিসিবির এবার ভাবা উচিত। এটা সঠিক সময় নয় আইপিএল ও পিএসএল আয়োজনের। দুই দেশের কাছে এই সময়টা ভীষণ কঠিন। এখন মানুষের পাশে থাকা উচিত। মানুষকে সাহায্য করা উচিত। এই সময় আমাদের ক্রিকেট চাই না। কোনও বিনোদন চাই না। আইপিএলের টাকা সাধারণ মানুষের চিকিত্সায় খরচ করা হোক। এই সময় চাই অক্সিজেন। আগে মানুষকে বাঁচাতে হবে। আইপিএল, পিএসএল অবিলম্বে বন্ধ হওয়া উচিত
। শোয়েব আখতার এর আগেও কোভিড পরিস্থিতিতে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। তিনি বরাবরই নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমেও বিভিন্ন বার্তা ছড়িয়ে দেন।