প্রাক্তন ভারতীয় তারকা আশিস নেহরা জানিয়েছিলেন, সাকিব যে কোন দলে ভারসাম্য বাড়িয়ে দিতে পারেন। তাই কলকাতায় প্রাক্তন নাইট ফিরে আসায় শাহরুখ খানের দলের ভারসাম্য কিছুটা বাড়ল। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পাশাপাশি বল হাতেও অবদান রাখতে পারেন তিনি। অভিজ্ঞতা অন্যতম অস্ত্র। তাছাড়া কলকাতাকে নিজের দ্বিতীয় বাড়ি মনে করেন সাকিব।
তাই কেকেআর জার্সি গায়ে এই বাংলাদেশি অলরাউন্ডার নিজের সেরাটা উজাড় করে দেবেন ধরে নেওয়া যায়।সাকিবকে দলে নেওয়ার সবচেয়ে বড় সুবিধে তিনি দীর্ঘদিন ধরে আইপিএল খেলছেন। বিভিন্ন দলের শক্তি দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল। সাকিব ছাড়াও আজকের নিলামে আছেন আরো ৪ বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন: মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, ও মোহাম্মদ সাইফউদ্দিন।
advertisement
Location :
First Published :
February 18, 2021 4:14 PM IST