ঋষভ পন্থ বনাম সঞ্জু স্যামসন। দুই উইকেটকিপার ব্যাটসম্যানের দ্বৈরথই বৃহস্পতিবার ওয়াংখেড়ের প্রধান আকর্ষণ। এবারই প্রথম তাঁরা নেতৃত্ব দিচ্ছেন আইপিএলে। দু’জনেই বিস্ফোরক ব্যাটসম্যান। তবে বৃহত্তর প্রেক্ষাপটে সঞ্জুকে বেশ কয়েক কদম পিছনে ফেলে দিয়েছেন ঋষভ। তাঁর দীপ্তিতে ঘোর অনিশ্চয়তার মুখে পড়েছে সঞ্জুর জাতীয় দলে জায়গা পাকা করার স্বপ্ন। তবে আইপিএলের মঞ্চে কেরলের ব্যাটসম্যানটি যে ছেড়ে কথা বলার পাত্র নন, তার প্রমাণ মিলেছে গত ম্যাচেই। পঞ্জাব কিংসের বিরুদ্ধে অনবদ্য শতরান দিয়ে টুর্নামেন্ট শুরু করেছেন সঞ্জু। রাজস্থান রয়্যালস হারলেও ক্রিকেট জগতের মন জয় করেছে অধিনায়কের অদম্য লড়াই। সঞ্জু নিশ্চয়ই চাইবেন দিল্লির বিরুদ্ধে সেই ধারাবাহিকতা বজায় রাখতে।
advertisement
ঋষভ অবশ্য প্রথম ম্যাচে খুব বেশি সময় ব্যাট করার সুযোগ পাননি। তবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয়সূচক স্ট্রোক নিয়ে ম্যাচ শেষ করে ফিরেছিলেন তিনি। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে ৭ উইকেটে জয় তাঁর আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে, পাঞ্জাবের কাছে ৪ রানে হেরেছে রাজস্থান, যা কিছুটা হলেও চাপে রাখবে সঞ্জুকে। সমস্যার এখানেই শেষ নয়। চোটের জন্য ছিটকে গিয়েছেন তাঁর দলের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। ফলে দলের ভারসাম্যই গিয়েছে ঘেঁটে।
তুলনায় অনেক গোছানো দেখাচ্ছে দিল্লিকে। দুই ওপেনার শিখর ধাওয়ান ও পৃথ্বী শ চেন্নাইয়ের বিরুদ্ধে ১৩৮ রান তুলেছিলেন ওপেনিংয়ে। পন্থ ছাড়াও মার্কাস স্টোইনিস, সিমরন হেটমায়াররা আছেন বড় শট খেলার জন্য। বোলিংয়ে দুই পেসার ক্রিস ওকস ও আভেশ খান নজর কেড়েছিলেন সিএসকে’র বিরুদ্ধে। স্পিন আক্রমণে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও অমিত মিশ্র। রাজস্থানের বোলিং বিভাগ তুলনায় দুর্বল। কিন্তু সীমিত শক্তি নিয়ে লড়াই দিতে প্রস্তুত গোলাপি জার্সিধারীরা।
দিল্লি ক্যাপিটালস - *পৃথ্বী শ, শিখর ধাওয়ান, পন্থ, স্টোইনিস, রাবাদা, রাহানে, অশ্বিন, ওকস, টম কারান, আবেশ খান, ললিত
রাজস্থান রয়্যালস - *মিলার, মনন ভোরা, সঞ্জু, বাটলার, শিবম দুবে, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, মরিস, জয়দেব , মুস্তাফিজুর, সাকারিয়া
