পাঞ্জাবের ২২২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল রাজস্থান। প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। শেষ দুই বলে পাঁচ রান বাকি ছিল। শেষ বলে ক্যাচ দিয়ে আউট হন সঞ্জু। মাত্র চার রানে ম্যাচ জেতে পাঞ্জাব। মঙ্গলবার আরও একটি খারাপ খবরে মন খারাপ হয়েছে রাজস্থান সমর্থকদের। চোটের জন্য এবারের আইপিএলে আর খেলতে পারবেন না বেন স্টোকস। তাঁর বা-হাতের আঙুলের হাড় ভেঙেছে। তবে তিনি বাড়ি ফিরবেন না। থাকবেন দলের সঙ্গেই। ইংলিশ অলরাউন্ডারকে হারিয়ে আপাতত চাপে রাজস্থান। কারণ আরেক ইংলিশ পেসার জোফরা আর্চার চোটে আক্রান্ত। অন্তত চারটি ম্যাচ খেলতে পারবেন না তিনি।
advertisement
প্রথম ম্যাচে অভিষেক হওয়া চেতান শাখারিয়া রাজস্থানকে ভরসা জোগাচ্ছেন। তবে মুস্তাফিজুর রহমান, ক্রিস মরিস, শ্রেয়াস গোপাল, রাহুল তেওটিয়াদের এবার বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে।
গত আইপিএলের রানার্স-আপ দিল্লি এবার দুরন্ত শুরু করেছে। তবে তাদেরও চাপ কম নয়। দলের পেসার এনরিচ নোর্জে করোনা আক্রান্ত হয়েছেন। তিনি আপাতত খেলতে পারবেন না। যদিও দিল্লির ব্যাটিং লাইন-আপ দলকে বাড়তি ভরসা জোগাচ্ছে। প্রথম ম্যাচে শিখর ধাওয়ান ও পৃথ্বী শদের দুরন্ত পার্টনারশিপ চেন্নাইয়ের বিরুদ্ধে দিল্লিকে জিততে সাহায্য করেছে। আবেশ খান, ক্রিস ওকসের মতো বোলাররা দিল্লিকে ভরসা জোগাচ্ছেন। তবে রবীচন্দ্রন অশ্বিন, টম কুরান, অমিত মিশ্র, মার্কাস স্টইনিসদের মতো বোলারদের এবার বাড়তি দায়িত্ব নিতে হবে।