দুবাই: টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত যে ভুল ছিল না রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনের সেটা বোঝা যাচ্ছিল প্রথম থেকে। এভিন লুইস মাত্র ছয় রান করে আউট হলেও অধিনায়ক সঞ্জু এবং যশস্বী মিলে দলের রান বাড়িয়ে নিয়ে যাচ্ছিলেন। সিঙ্গল, ডবল নেওয়ার পাশাপাশি, লুজ বল বাউন্ডারির বাইরে পাঠাচ্ছিলেন। যশস্বী ৩৬ করে ফিরে গেলেন সন্দীপ শর্মার বলে বোল্ড হয়ে। এলেন লিভিংস্টোন। কিন্তু সম্পূর্ণ ব্যর্থ তিনি। ইংলিশ তারকা ফিরে গেলেন রশিদ খানের বলে। মাত্র ৪ রান করে। পাঁচ নম্বরে ব্যাট করতে এলেন মহিপাল লোমরোর। কিছুটা ভরসা দিলেন অধিনায়ক সঞ্জুকে।
advertisement
নিজের স্বাভাবিক ব্যাটিং চালিয়ে গেলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু। দিল্লির বিরুদ্ধে হেরে গেলেও অনবদ্য ৭০ করেছিলেন। আজ অর্ধশতরান পূর্ণ করলেন। সানরাইজার্স বোলারদের প্রথমে একটু দেখে নিয়ে শেষের দিকে আক্রমণ করলেন। প্লে-অফে ওঠার আশা কার্যত শেষ সানরাইজার্স হায়দরাবাদের। ন’টি খেলে তারা জিতেছে মাত্র একটিতে। কেন উইলিয়ামসনদের হারানোর আর কিছুই নেই।
আরও পড়ুন - RR vs SRH First 11: ওয়ার্নার, পান্ডেকে বাদ দিয়ে রাজস্থানের বিরুদ্ধে নামল সানরাইজার্স
বরং বাকি ম্যাচগুলিতে তাঁরা সাহসী ক্রিকেট উপহার দিতে চাইবেন। ধারাবাহিক ব্যর্থতার যন্ত্রণা থেকে যা তাদের কিছুটা মুক্তি দেবে। সোমবার সানরাইজার্সের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসনদের অবস্থাও খুব একটা ভাল নয়। সমসংখ্যক ম্যাচ খেলে তাদের ঝুলিতে ৮ পয়েন্ট। শেষ চারের দৌড়ে টিকে থাকতে গেলে এই ম্যাচটি অবশ্যই জিততে হবে রাজস্থানকে।
সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে ফেভারিট তারাই। কিন্তু মনে রাখা দরকার, পচা শামুকে পা কাটার ভুরি ভুরি উদাহরণ রয়েছে আইপিএলের ইতিহাসে। চলতি আসরের প্রথম পর্বেও রাজস্থান ৫৫ রানে হারিয়েছিল হায়দরাবাদকে। এবার মধুর প্রতিশোধ নিতে মরিয়া থাকবে চাপমুক্ত সানরাইজার্সের ক্রিকেটাররা।
ডেভিড ওয়ার্নার এবং মনিশ পান্ডেকে রাজ দলে নেয়নি সানরাইজার্স। ওপেনার হিসেবে গত ম্যাচে রান পেয়েছেন ঋদ্ধিমান সাহাও। তিন নম্বরে নামতে পারেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ম্যাচটা জয়ের ব্যাপারে ফেভারিট রাজস্থান। তাদের অধিনায়ক সামনে থেকে লড়াই করলেন। কিন্তু সানরাইজার্স দ্বিতীয় ইনিংসে লড়াই করবে। পচা শামুকে রাজস্থানের পা কাটে কিনা সেটাই দেখার।শেষদিকে ভুবনেশ্বর কুমার নিয়ন্ত্রিত বোলিং না করলে আরো বেশি রান তুলতে পারত রাজস্থান। এদিন বড় রান করার ফলে শিখর ধাওয়ান এবং কে এল রাহুলকে টপকে গেলেন সঞ্জু স্যামসন।