'সেভ দ্য রাইনো'। এটাই লেখা ছিল রোহিতের জুতোয়। অর্থাত্, গন্ডারদের বাঁচাতে হবে। চোরাশিকারিদের দাপটে দেশের গন্ডারদের অস্তিত্ব বিপন্ন। WWF India ও Animal Planet-এর জন্য বছর দুয়েক ধরে গন্ডার সংরক্ষণের প্রচার করেন রোহিত শর্মা। তাঁর পশুপ্রেমের কথা ক্রিকেটপ্রেমীদের জানা। সুযোগ পেলেই রোহিত বন ও বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা দেন। এমনকী পথকুকুরদের যত্ন নেওয়ার ব্যাপারেও তিনি সমাজকে বার্তা দিয়েছেন। রোহিত এদিন টুইটে লিখলেন, এটা আমার কাছে শুধু একটা ম্যাচ ছিল না। ক্রিকেট খেলাটা আমার কাছে স্বপ্নপূরণের মতো। তবে এই পৃথিবীকে আরও সুন্দর করে গড়ে তুলতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
advertisement
পাঁচবারের আইপিএল খেতাব জয়ী মুম্বাই ইন্ডিয়ান্সের এবার শুরুটা ভাল হল না। বিরাট কোহলির দলের কাছে হারতে হল রোহিতদের। প্রথমে ব্যাটিং করে ১৫৯ রান তুলেছিল মুম্বাই। এখনকার টি-২০ ম্যাচে এমন লক্ষ্যমাত্রা আহামরি নয়। তাই এত কম রান নিয়ে ম্যাচ জিততে হলে বোলারদের বাড়তি দায়িত্ব নিতে হয়। তবে শেষবেলায় ম্যাচের মোড় অনেকটাই ঘুরিয়ে দিয়েছিলেন বুমরারা। শেষমেশ শেষ বলে গিয়ে ম্যাচ জিতে নেয় আরসিবি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এবি ডিভিলিয়ার্স ও হর্ষল প্যাটেল এদিন ব্যাট-বলে আরসিবির হয়ে দুরন্ত পারফর্ম করেছিলেন।
