নিজেদের শেষ ম্যাচে বিরাট কোহলির দলকে হারিয়েছিল পঞ্জাব। কিন্তু তাতে বড় ভূমিকা পালন করেছিলেন রাহুল। রাহুলের অনুপস্থিতি কীভাবে সামলায় পঞ্জাব সেটাই দেখার। ক্রিস গেইল, দীপক হুদা, শাহরুখ খান এবং বাকিরা মিলে কতটা দায়িত্ব নিতে পারেন তার ওপরেই নির্ভর করছে প্রীতি জিন্টার দলের ভাগ্য। বোলিং বিভাগে শামি ছাড়াও অলরাউন্ডার মোজেস এবং স্পিনার রবি বিষ্ণুই দলের সম্পদ। অন্যদিকে আজ জিততে পারলে শীর্ষে চলে যাওয়ার সুযোগ আছে দিল্লির সামনে।
advertisement
দারুন ছন্দে আছে দল। শিখর ধাওয়ান এবং পৃথ্বী শ দুই ওপেনার দারুণ ফর্মে। অধিনায়ক পন্থ এবং হেটমায়ার রান পাচ্ছেন। দিল্লির বোলিং টুর্নামেন্টের অন্যতম সেরা। দক্ষিণ আফ্রিকান পেসার রাবাডা ছাড়াও হাতে রয়েছে ইশান্ত শর্মা, অমিত মিশ্রদের মতো অভিজ্ঞ বোলার। দুই দলের শক্তির বিচারে এগিয়ে দিল্লি। কিন্তু আইপিএলের ইতিহাসে পরিসংখ্যানের বিচারে এগিয়ে পঞ্জাব।
যদিও এই ধরনের লড়াইয়ে অতীত পরিসংখ্যান খুব একটা গুরুত্বপূর্ণ হয় না, তবুও বর্তমান ফর্মের বিচারে কিছুটা হলেও এগিয়ে দিল্লি। রাহুল না থাকার ফলে সিনিয়র ব্যাটসম্যান হিসেবে বেশি দায়িত্ব নিতে হবে আগারওয়াল এবং ক্রিস গেইলকে। আরসিবি দলের বিরুদ্ধে পাঞ্জাবের বাঁহাতি স্পিনার হরপ্রীত নজর কেড়েছিলেন কোহলি, ম্যাক্সওয়েল এবং ডি ভিলিয়ার্সকে আউট করে। তাই আজ এই স্পিনারের দিকেও নজর থাকবে।আজ পঞ্জাবের অধিনায়ক হিসেবে থাকছেন মায়ানক আগারওয়াল।
পঞ্জাব কিংস - আগারওয়াল, পি সিং, ক্রিস গেইল, ডেভিড মালান, দীপক হুদা, শাহরুখ খান, হরপ্রীত, জর্ডান,মেরেডিথ, বিষ্ণুই, শামি
দিল্লি ক্যাপিটালস - পৃথ্বী, ধাওয়ান, স্মিথ, পন্থ, স্তোইনিস, হেটমায়ার, অক্ষর, ললিত, রাবাডা, ইশান্ত, আবেশ খান