আইপিএলের প্রথমার্ধে লিগ টেবিলের তলানিতে ছিল কেকেআর। এর পর দ্বিতীয় পর্বে টানা জয় পাওয়ায় আগের থেকে কিছুটা ভাল জায়গায় রয়েছে নাইটরা। তবে এখনও যে বিপদ পুরোপুরি কেটে গিয়েছে তা কিন্তু নয়। আইপিএলের প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করতে হলে কেকেআরকে এখনও পারফর্ম করে যেতে হবে। তবে এই পর্বে কেকেআর টানা জয় পাচ্ছে বলে ক্যাপ্টেন মরগ্যানের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে তেমন কথা ওঠেনি। তবে এবার সাকিব আল হাসানকে দলে নেওয়ার জন্য জোরালো দাবি তুলতে শুরু করেছেন কেকেআর সমর্থকরা। মরগ্যানকে বাদ দেওয়ার দাবিও উঠছে।
advertisement
আরও পড়ুন- পাহাড়ের কোলে আলিশান বাড়ি, বাঁধনছাড়া জীবন! রাজার মতোই বাঁচেন ক্রিস গেইল
১১ ম্যাচ খেলে কেকেআরের পয়েন্ট এখন ১০। লিগ টেবিলের চার নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। এখনও কিন্তু কেকেআরের প্লে-অফে খেলা নিশ্চিত নয়। আর এই পরিস্থিতিতে সাকিবকে না খেলালে আর কবে খেলানো হবে! প্রশ্ন তুলছেন কেকেআর সমর্থকদের একাংশ। চারজন বিদেশির মধ্যে মর্গ্যানকে বাদ দিয়ে শাকিবকে নেওয়ার দাবি আরও জোরালো হচ্ছে। ৭, ৮ ও ০। আইপিএলের দ্বিতীয় পর্বে মরগ্যানের পর তিন ম্যাচে এটাই ব্যক্তিগত রান। ১১টি ম্যাচ খেলে মরগ্যান রান করেছেন ১০৭। এত খারাপ পারফর্ম করার পরও মরগ্যানকে কেন দলে রাখা হচ্ছে! তার বদলে ফর্মে থাকা সাকিবকে সুযোগ দেওয়া যায় না! প্রশ্ন তুলছেন কেকেআর সমর্থকরা।