TRENDING:

RCB vs SRH: চাহাল-সাইনির দাপটে ধরাশায়ী সানরাইজার্স ! ১০ রানে জয়ী আরসিবি

Last Updated:

১০ রানে জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১৬৩/৫ (২০ ওভার)
advertisement

সানরাইজার্স হায়দরাবাদ: ১৫৩ (১৯.৪ ওভার)

১০ রানে জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

#দুবাই: টি টোয়েন্টি ক্রিকেটের ফর্ম্যাটে একটা বিষয় সবার কাছেই এখন স্পষ্ট ৷ সেটা হল প্রথমে ফিল্ডিং করবে যে দল, ম্যাচে অ্যাডভান্টেজ পজিশনে থাকবে তারাই ৷ সোমবার দুবাইতেও ঠিক তেমনটাই ঘটছিল ৷ কিন্তু সানরাইজার্সের ইনিংসের ১২ তম ওভারে আচমকাই ছন্দপতন কমলা জার্সিদের ৷ যুজবেন্দ্র চাহালের বলে সেট ব্যাটসম্যান মণীশ পাণ্ডে (৩৪) আউট হতেই ম্যাচে অক্সিজেন ফিরে পায় আরসিবি ৷ এরপর পরপর বেয়ারস্টো (৬১) এবং বিজয় শঙ্কর (০)-কে ফিরিয়ে দলকে জয়ের গন্ধ পাইয়ে দেন চাহাল ৷ আরসিবি-কে জেতানোর জন্য বাকি কাজটা সারেন নবদীপ সাইনি-শিবম দুবে জুটি ৷ ১৫৩ রানেই অল-আউট হয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ ৷ ১০ রানে জিতে এবারের আইপিএল অভিযান শুরু করল বিরাট ব্রিগেড ৷

advertisement

প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদের সামনে ১৬৪ রানের টার্গেট রাখে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ এ দিন টস জিতে প্রথমে আরসিবি-কে ব্যাট করতে পাঠিয়েছিলেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৷ ব্যাঙ্গালোরের হয়ে এ দিন দুরন্ত অভিষেক ঘটান তরুণ ওপেনিং ব্যাটসম্যান দেবদত্ত পাড়িক্কল৷ ৪২ বলে ৫৬ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন এই বাঁ হাতি ওপেনার৷ আর ইনিংসের শেষ দিকে যথারীতি পরিচিত ছন্দে ধুন্ধুমার ব্যাটিং করলেন এ বি ডেভিলিয়ার্স৷ মাত্র ৩০ বলে ৫১ রানের ইনিংস খেলে আরসিবি স্কোর ১৬০-এর উপরে নিয়ে যেতে সাহায্য করেন তিনি৷ সেইসঙ্গে আইপিএলে ২০০টি ছক্কা মারার রেকর্ডও এখন এবি-র ঝুলিতে ৷ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে আরসিবি৷

advertisement

প্রায় ছ'মাস বাদে প্রতিযোগিতামূলক ক্রিকেটে নেমে ১৩ বলে ১৪ রান করেই নবাগত নটরাজনের বলে ফিরে যান বিরাট ৷ তবে এ দিন খেলা শুরু হওয়ার কয়েক ওভারের মধ্যেই জোর ধাক্কা খায় সানরাইজার্স হায়দরাবাদ ৷ কারণ প্রথম ওভারে বোলিং করতে এসেই চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয় অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শকে ৷ ফলে কার্যত একজন কম বোলারকে নিয়েই খেলতে হয় হায়দরাবাদকে ৷

advertisement

তবে এ দিন হায়দরাবাদের ওপেনিং জুটি নিয়ে আরসিবি-র চিন্তা অনেকটাই কমিয়ে দিয়েছেন তরুণ পাড়িক্কল এবং অভিজ্ঞ ফিঞ্চের জুটি ৷ অস্ট্রেলিয়ার ডান হাতি ব্যাটসম্যানের তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর দেখিয়েছে পাড়িক্কলকে৷ দু-একবার বরাতজোরে বাঁচলেও আইপিএল-এর মঞ্চে প্রথমবার ব্যাট হাতে নেমেই অর্ধশতরান করেন তিনি৷ তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ের সৌজন্যেই ওপেনিং জুটিতেই ১১ ওভারে ৯০ রান তুলে ফেলে আরসিবি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

১৬৪ রানের টার্গেট খুব সহজ না হলেও সানরাইজার্স ওপেনার জনি বেয়ারস্টো এদিন যে ছন্দে ব্যাট করছিলেন, তাতে জয় প্রায় নিশ্চিতই ছিল হায়দরাবাদের ৷ যদিও ম্যাচে বেশ কয়েকবার আউট হতে হতে বেঁচেও গিয়েছেন বেয়ারস্টো ৷ এক্সট্রা কভারে তাঁর সহজ ক্যাচ ফেলেন বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার অ্যারন ফিঞ্চও ৷ কিন্তু তাতে কী ৷ কপালে জয় লেখা থাকলে, তাহলে তাদের কে আটকায় ৷ চাহালের মাজিক স্পেলে সানরাইজার্স পরপর তিন উইকেট হারাতেই ম্যাচে জাঁকিয়ে বসেন বিরাটরা ৷ শেষপর্যন্ত ১০ রানে জয় ছিনিয়ে নিতে সফল আরসিবি ৷

বাংলা খবর/ খবর/IPL/
RCB vs SRH: চাহাল-সাইনির দাপটে ধরাশায়ী সানরাইজার্স ! ১০ রানে জয়ী আরসিবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল