TRENDING:

RCB vs KKR: শাকিবেই ভরসা রাখলেন মরগ্যান, দেখে নিন কলকাতা-আরসিবির প্রথম একাদশ

Last Updated:

হরভজন সিংয়েরও এই ম্যাচে সুযোগ পাওয়া নিয়েও প্রশ্ন ছিল। তবে তিনিও সুযোগ পেয়েছেন প্রথম একাদশে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: আগেই আভাস পাওয়া গিয়েছিল এমনটা হতে পারে। প্রথম দুই ম্যাচে বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসানকে প্রথম একাদশে রেখেছিল কেকেআর। কিন্তু হায়দরাবাদ ও মুম্বইয়ের বিরুদ্ধে তেমন পারফর্ম করতে পারেননি শাকিব। প্রথম ম্যাচে তিন, পরের ম্যাচ তিনি ৯ রান করেছিলেন। মুম্বইয়ের বিরুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ সময়ে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন। ফলে শাকিবের বেঙ্গালুরুর বিরুদ্ধে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন ছিল। তাঁর জায়গায় কি আরসিবির বিরুদ্ধে প্রথম একাদশে দলে জায়গা পাবেন সুনীল নারিন! এমনই প্রশ্ন ছিল। শেষ পর্যন্ত শাকিবের উপরই ভরসা রাখলেন কেকেআর অধিনায়ক মরগ্যান।
advertisement

সুনীল নারিন টপ অর্ডারে ব্যাটিং করেছেন। পিঞ্চ হিটার হিসাবে নামডাক করেছিলেন। আবার ব্যাটিং অর্ডারে নিচের দিকে নেমে বড় শটও খেলেছেন তিনি। তবুও তাঁকে বসিয়ে শাকিবকে প্রথম দুই ম্যাচে শাকিব নেওয়ার সিদ্ধান্ত নেয় কেকেআরের থিঙ্ক ট্যাঙ্ক। এবার কেকেআরের দল অনেক বেশি ব্যালান্সড। ফলে কেউ লাগাতার ব্যর্থ হলে তাঁকে খেলানোর কথা ভাববে না কেকেআর। তবে শাকিব বিশ্বের অন্যতম অলরাউন্ডার। তাই এখনই তাঁকে বসিয়ে দিতে নারাজ কেকেআর। হরভজন সিংয়েরও এই ম্যাচে সুযোগ পাওয়া নিয়েও প্রশ্ন ছিল। তবে তিনিও সুযোগ পেয়েছেন প্রথম একাদশে।

advertisement

আরসিবির আজ জয়ের হ্যাটট্রিক করার সুযোগ। এদিকে, গত ম্যাচে মুম্বইয়ের কাছে হেরে জয়ের রাস্তায় ফিরতে চাইছে কেকেআর। এমন ম্যাচে আজ রাসেল, নীতিশ রানাদের অবশ্যই বাড়তি দায়িত্ব নিতে হবে।

কেকেআরের প্রথম একাদশ- শুভমান গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগ্যান, দীনেশ কার্তিক, শকিব আল হাসান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, হরভজন সিং, বরুণ চক্রবর্তী ও প্রসিদ্ধ কৃষ্ণা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
২০১৯-এর পর এই প্রথম! কলকাতা কাঁপাতে চলেছেন বাঁকুড়ার শিল্পী
আরও দেখুন

আরসিবির প্রথম একাদশ- বিরাট কোহলি, দেবদত্ত পাড্ডিকাল, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, কে জেমিসন, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

বাংলা খবর/ খবর/IPL/
RCB vs KKR: শাকিবেই ভরসা রাখলেন মরগ্যান, দেখে নিন কলকাতা-আরসিবির প্রথম একাদশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল