সুনীল নারিন টপ অর্ডারে ব্যাটিং করেছেন। পিঞ্চ হিটার হিসাবে নামডাক করেছিলেন। আবার ব্যাটিং অর্ডারে নিচের দিকে নেমে বড় শটও খেলেছেন তিনি। তবুও তাঁকে বসিয়ে শাকিবকে প্রথম দুই ম্যাচে শাকিব নেওয়ার সিদ্ধান্ত নেয় কেকেআরের থিঙ্ক ট্যাঙ্ক। এবার কেকেআরের দল অনেক বেশি ব্যালান্সড। ফলে কেউ লাগাতার ব্যর্থ হলে তাঁকে খেলানোর কথা ভাববে না কেকেআর। তবে শাকিব বিশ্বের অন্যতম অলরাউন্ডার। তাই এখনই তাঁকে বসিয়ে দিতে নারাজ কেকেআর। হরভজন সিংয়েরও এই ম্যাচে সুযোগ পাওয়া নিয়েও প্রশ্ন ছিল। তবে তিনিও সুযোগ পেয়েছেন প্রথম একাদশে।
advertisement
আরসিবির আজ জয়ের হ্যাটট্রিক করার সুযোগ। এদিকে, গত ম্যাচে মুম্বইয়ের কাছে হেরে জয়ের রাস্তায় ফিরতে চাইছে কেকেআর। এমন ম্যাচে আজ রাসেল, নীতিশ রানাদের অবশ্যই বাড়তি দায়িত্ব নিতে হবে।
কেকেআরের প্রথম একাদশ- শুভমান গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগ্যান, দীনেশ কার্তিক, শকিব আল হাসান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, হরভজন সিং, বরুণ চক্রবর্তী ও প্রসিদ্ধ কৃষ্ণা।
আরসিবির প্রথম একাদশ- বিরাট কোহলি, দেবদত্ত পাড্ডিকাল, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, কে জেমিসন, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।
