প্রথম বছরে যেটা নিঃসন্দেহে কঠিন কাজ। কিন্তু নিজের এই চাপহীন থাকার রহস্য ফাঁস করেছেন তিনি। পরিষ্কার জানিয়েছেন দলে বিরাট, গ্লেন ম্যাক্সওয়েল এবং ডি ভিলিয়ার্সদের মত আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটাররা থাকার ফলে তাঁর কোনও চাপ নেই। অধিনায়ক বিরাট স্বাধীনতা দিয়েছেন নিজের পছন্দ মত ফিল্ডিং সাজাতে। ম্যাক্সওয়েল বুঝিয়ে দিয়েছেন দাম নয়, নিজের খেলা নিয়েই বেশি মন দিতে। আর ডি ভিলিয়ার্স সবসময় পাশে আছেন। জেমিসন মনে করেন বিরাট কোহলি শুধু একজন বড় ব্যাটসম্যান নন, যথেষ্ট দক্ষ অধিনায়ক। লড়াকু এবং আগ্রাসী চরিত্র হিসেবে ভারত অধিনায়ককে তাঁর দারুণ পছন্দ।
advertisement
এছাড়াও সিরাজ এবং হর্ষল প্যাটেল বোলার হিসেবে যথেষ্ট দক্ষ। নেটে সকলের সঙ্গেই নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন জেমিসন। পাশাপাশি বাকিদের থেকে দেখে নিজের স্কিল বাড়ানোর চেষ্টা করছেন তিনি। পরিস্থিতি যেরকমই হোক, ব্যাট বা বলা হাতে দলের জন্য অবদান রাখাই তাঁর একমাত্র লক্ষ্য। বিরাট, ম্যাক্সওয়েল এবং ডি ভিলিয়ার্স মূলত এই তিনজন তাঁকে অতিরিক্ত চাপ নিতে বারণ করেছেন। পাশাপাশি দলে রয়েছেন মজার সতীর্থ যুজবেন্দ্র চাহাল। সবসময় কিছু না কিছু মজার জিনিস করেই থাকেন এই লেগ স্পিনার। একদিন আগেই আন্ডারটেকারের ভূমিকায় ভিডিও পোস্ট করেছিলেন নিউজিল্যান্ডের জেমিসনের সঙ্গে। ভারতে খেলতে এসে একবারের জন্য একাকীত্ব গ্রাস করতে পারেনি তাঁকে।
মনে করেন বিরাট কোহলির দেখানো পথে চলে আগামীদিনে তিনি নিজেও সাফল্য পাবেন। প্রত্যেকের থেকেই কিছু না কিছু শেখার চেষ্টা করছেন। তবে আরসিবি- কে আইপিএল চ্যাম্পিয়ন করাই আসল লক্ষ্য। সেই লক্ষ্যেই নিজেকে উজাড় করে দিতে চান। স্পষ্ট জানিয়েছেন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় টি টোয়েন্টি লিগ খেলে নিজেকে অলরাউন্ডার হিসেবে আরও ধারালো করে তোলাই আসল লক্ষ্য। দলের প্রয়োজনে আরও ওপরেও ব্যাট করতে রাজি।
