TRENDING:

IPL 2021; RCB vs KKR: ম্যাচের মাঝেই চোখে চোখে ইশারা! কোহলির দলের বোলার ফ্লার্ট করতে ব্যস্ত

Last Updated:

Kyle Jamieson: দলের তখন অবস্থা খারাপ। এদিকে তিনি ডাগ আউটে বসে এক মহিলার সঙ্গে ফ্লার্ট করছেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: আইপিএলে সোমবার আরসিবি বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের মাঝে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। এই ম্যাচে বিরাট কোহলির আরসিবিকে ৯২ রানে অল আউট করে দেয় কলকাতার বোলাররা। কেকেআর-এর কাছে ৯ উইকেটে ম্যাচ হারে আরসিবি। আর ম্যাচের মাঝে একটি অদ্ভুত ঘটনা নিয়ে আলোচনা হল সোশ্যাল মিডিয়ায়। ডাগআউটে বসে এমন একটা কাজ করলেন আরসিবির বোলার কাইল জেমিসম, যা নিয়ে শোরগোল পড়ে গেল নেট পাড়ায়।
advertisement

আরসিবির বোলার কাইল জেমিসন-এর একটি ফটো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, ডাগআউটে বসে আরসিবি সঙ্গেই যুক্ত এক মহিলার দিকে তাকিয়ে হাসছেন জেমিসন। তবে সেই হাসি একটু অন্য ধাঁচের। সেই মহিলাও জেমিসনকে দেখে হাসছেন। যেন দুজনেই একে অপরের সঙ্গে ফ্লার্ট করছেন। এদিকে জেমিসন-এর পাশেই তখন বসে ছিলেন আরসিবির অধিনায়ক বিরাট কোহলি। এমনকী তাঁর পাশে বসেছিলেন আরও বেশ কয়েকজন সতীর্থ। সেই সময়ে আরসিবির একের পর এক উইকেট পড়ছে। তাই দলের প্রত্যেকেই তা নিয়ে চিন্তিত ছিলেন। তবে একই সময়ে জেমিসন কিন্তু সেই মহিলার সঙ্গে ফ্লার্ট করতে ব্যস্ত।

advertisement

আরও পড়ুন- আটোঁসাঁটো পোশাকে সাদা মাখন ত্বক,সারা তেন্ডুলকরে মজে বলিউড,তাঁর মন কোন ক্রিকেটারে

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

কাইল জামিসন এর সেই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি। এমনকি সেই ছবিটি বেশ ভাইরাল হয়েছে। যে সময়ে ছবিটি তোলা হয়েছে তখন আর আরসিবির স্কোর ছিল ৫৪ রানে ৪ উইকেট। এই ছবিতে জেমিসন ছাড়াও আরসিবি শিবিরের আরো অনেক ক্রিকেটারকে দেখা যাচ্ছে। এমনকী বেশ কয়েকজন সাপোর্ট স্টাফ ছিলেন ওই ছবির ফ্রেমে। দলের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকেও দেখা যাচ্ছিল। এই ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হতে অনেকেই বিভিন্ন রিয়্যাকশন দিয়েছেন। উল্লেখ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দলের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী অসাধারণ ফর্মে ছিলেন এদিন। বিরাট কোহলির দলের ব্যাটিং অর্ডার প্রায় একার হাতেই ধ্বংস করে দিয়েছেন তিনি। ৪ ওভার বোলিং করে মাত্র ১৩ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন তিনি। বিরাটও জানিয়েছেন, দল হারলেও তিনি খুশি। কারণ কিছুদিন পরই টি-২০ বিশ্বকাপ। তার আগে বরুণ চক্রবর্তীর এমন ফর্ম তাঁকে স্বস্তি দিচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021; RCB vs KKR: ম্যাচের মাঝেই চোখে চোখে ইশারা! কোহলির দলের বোলার ফ্লার্ট করতে ব্যস্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল