ইনিংসের তৃতীয় ওভারে সুনীল নারিনের একটি অসাধারণ ক্যাচ ধরেন রবি। এদিন পাঞ্জাবকে শুরুতে ব্যাটিং করার জন্য পাঠিয়েছিল কেকেআর। তবে পাঞ্জাব তোলে মাত্র ১২৩। কেকেআরের ম্যাচ জিততে খুব একটা চাপ হয়নি। তবে টপ অর্ডার ফ্লপ হওয়ায় প্রশ্ন রয়েই গেল। এদিন নারিনকে শুরুতে ব্যাটিংয়ে পাঠায় কলকাতা, যাতে দ্রুত গতিতে রান আসে। কিন্তু অর্শদীপ সিংয়ের ডেলিভারিতে ছক্কা মারতে গিয়ে ক্যাচ তুলে দেন সুনীল নারিন। ডিপ মিড উইকেটে একটি অসাধারণ ক্যাচ নেন রবি। প্রায় ২৫ মিটার ছুটে এসে ডানদিকে শরীর ছুঁড়ে দিয়ে অসাধারণ ক্যাচটি ধরেন রবি। বেশ কয়েক মিটার ডাইভ দেন তিনি। কঠিন ক্যাচ সহজে ধরে ফেলেন। (সেই ক্যাচের ভিডিও লিংক নিচে।)
advertisement
https://www.iplt20.com/video/235301/ravi-bishnoi-s-unbelievable-running-catch
রবি বিষ্ণোইয়ের অসাধারণ ক্যাচ দেখে কে এল রাহুল আনন্দে লাফাতে শুরু করেন। অন্য ক্রিকেটারদের সঙ্গে ততক্ষণে নারিনের আউটের সেলিব্রেশন শুরু করে দেন পাঞ্জাবের অধিনায়ক রাহুল। তার পর ছুটে গিয়ে বিষ্ণোইকে জড়িয়ে ধরেন তিনি। সোশ্যাল মিডিয়ায় রবির ক্যাচের ভিডিও ভাইরাল হয়েছে। সুনীল নারিন পাঞ্জাবের বিরুদ্ধে এদিন খাতা খুলতে পারেননি। কেকেআরের হয়ে সব থেকে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড করলেন সুনীল নারিন। একই রেকর্ড রয়েছে গৌতম গম্ভীরেরও। গম্ভীর আইপিএলে দশবার শূন্য রানে আউট হয়েছেন। এদিন তাঁকে ছুঁয়ে ফেললেন সুনীল নারিন।