TRENDING:

Ipl 2021: Best Catch ধরলেন Ravi Bishnoi! দেখুন সেই অসাধারণ ক্যাচের Video

Last Updated:

এটাই কি এবারের আইপিএলের সেরা ক্যাচ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আহমেদাবাদ: কেকেআরের বিরুদ্ধে অসাধারণ একটি ক্যাচ ধরলেন রবি বিষ্ণোই। কুড়ি বছর বয়সী এই তরুণ ক্রিকেটার এমনিতেই দুরন্ত ফিল্ডার বলে ভারতীয় ক্রিকেট সার্কিটে জনপ্রিয়। কলকাতার বিরুদ্ধে তিনি এদিন যে ক্যাচটি ধরলেন, সেটিকে এখনো পর্যন্ত মরশুমের সেরা বলে অনেকেই মনে করছেন. সোশ্যাল মিডিয়ায় রবির এই ক্যাচের প্রশংসা করছেন অনেকেই। এদিন সুনীল নারিনের ক্যাচ নিয়ে কেকেআরকে শুরুতেই জোরালো ধাক্কা দিয়েছিলেন রবি। তবে শুরুর ধাক্কা সামলে নেয় কেকেআর।
advertisement

ইনিংসের তৃতীয় ওভারে সুনীল নারিনের একটি অসাধারণ ক্যাচ ধরেন রবি। এদিন পাঞ্জাবকে শুরুতে ব্যাটিং করার জন্য পাঠিয়েছিল কেকেআর। তবে পাঞ্জাব তোলে মাত্র ১২৩। কেকেআরের ম্যাচ জিততে খুব একটা চাপ হয়নি। তবে টপ অর্ডার ফ্লপ হওয়ায় প্রশ্ন রয়েই গেল। এদিন নারিনকে শুরুতে ব্যাটিংয়ে পাঠায় কলকাতা, যাতে দ্রুত গতিতে রান আসে। কিন্তু অর্শদীপ সিংয়ের ডেলিভারিতে ছক্কা মারতে গিয়ে ক্যাচ তুলে দেন সুনীল নারিন। ডিপ মিড উইকেটে একটি অসাধারণ ক্যাচ নেন রবি। প্রায় ২৫ মিটার ছুটে এসে ডানদিকে শরীর ছুঁড়ে দিয়ে অসাধারণ ক্যাচটি ধরেন রবি। বেশ কয়েক মিটার ডাইভ দেন তিনি। কঠিন ক্যাচ সহজে ধরে ফেলেন। (সেই ক্যাচের ভিডিও লিংক নিচে।)

advertisement

https://www.iplt20.com/video/235301/ravi-bishnoi-s-unbelievable-running-catch

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

রবি বিষ্ণোইয়ের অসাধারণ ক্যাচ দেখে কে এল রাহুল আনন্দে লাফাতে শুরু করেন। অন্য ক্রিকেটারদের সঙ্গে ততক্ষণে নারিনের আউটের সেলিব্রেশন শুরু করে দেন পাঞ্জাবের অধিনায়ক রাহুল। তার পর ছুটে গিয়ে বিষ্ণোইকে জড়িয়ে ধরেন তিনি। সোশ্যাল মিডিয়ায় রবির ক্যাচের ভিডিও ভাইরাল হয়েছে। সুনীল নারিন পাঞ্জাবের বিরুদ্ধে এদিন খাতা খুলতে পারেননি। কেকেআরের হয়ে সব থেকে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড করলেন সুনীল নারিন। একই রেকর্ড রয়েছে গৌতম গম্ভীরেরও। গম্ভীর আইপিএলে দশবার শূন্য রানে আউট হয়েছেন। এদিন তাঁকে ছুঁয়ে ফেললেন সুনীল নারিন।

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
Ipl 2021: Best Catch ধরলেন Ravi Bishnoi! দেখুন সেই অসাধারণ ক্যাচের Video
Open in App
হোম
খবর
ফটো
লোকাল