TRENDING:

RR vs DC: মুস্তাফিজুরদের দাপটে মাত্র ১৪৭ তুলল দিল্লি

Last Updated:

রাজস্থান এদিন প্রথম দলে চেতন সাকারিয়া, জয়দেব এবং মুস্তাফিজুর- তিন লেফট আর্ম পেসারকে খেলাল। মন্থর গতিতে বল করে তিনজনেই দিল্লি দলে কাঁপুনি ধরিয়ে দিলেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

মুস্তাফিজুর ফিরিয়ে দিলেন স্টোইনিসকে। বাংলাদেশ পেসারের স্লোয়ার বুঝতেই পারলেন না অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে তখন ধুঁকছে দিল্লি ক্যাপিটালস। অধিনায়ক ঋষভ পন্থ এবং ললিত যাদব খেলাটা ধরার চেষ্টা করলেন।এদিন ললিতের ছিল প্রথম ম্যাচ। পন্থকে ভরসা দিলেন। অন্যদিকে দিল্লি অধিনায়ক প্রথম দিকে চাপ সামলে পাল্টা আক্রমণ শুরু করলেন। ৩০ বলে ৫০ করলেন। শুধু বড় শট নয়, স্ট্রাইক রোটেট করে স্কোরবোর্ড চালু রাখলেন।

advertisement

এদিনও রিয়ান পরাগের সেই অদ্ভুত ভঙ্গিতে বল করা দেখা গেল। রাজস্থান এদিন প্রথম দলে চেতন সাকারিয়া, জয়দেব এবং মুস্তাফিজুর- তিন লেফট আর্ম পেসারকে খেলাল। মন্থর গতিতে বল করে তিনজনেই দিল্লি দলে কাঁপুনি ধরিয়ে দিলেন। ঠিক মনে হচ্ছিল পন্থ যখন বড় রানের দিকে এগিয়ে চলেছেন, তখনই ঘটে গেল বিপত্তি। রান নিতে গিয়ে পরাগের ডিরেক্ট থ্রোয়ে ফিরে যেতে হল দিল্লির অধিনায়ককে। অসমের ক্রিকেটারটি এরপর তাঁর ট্রেডমার্ক বিহু নাচলেন। দলের বাকিরাও যোগ দিলেন সেলিব্রেশনে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
২০১৯-এর পর এই প্রথম! কলকাতা কাঁপাতে চলেছেন বাঁকুড়ার শিল্পী
আরও দেখুন

অতীতেও রিয়ানকে বিহু নাচতে দেখা গিয়েছিল। তখন সঙ্গী হয়েছিলেন আর্চার। মেজাজ হারিয়ে ফেললেন ঋষভ। দলের অধিনায়ক বলে কথা! কিন্তু একটা ভুল রান নেওয়ার সিদ্ধান্ত বিপদ ডেকে আনল। এরপর ললিত ২০ করে ফিরে গেলেন। কিছুটা লড়াই করার চেষ্টা করলেন টম কারান। ২১ করে ফিরে যেতে হল মুস্তাফিজুর রহমানের স্লোয়ার বুঝতে না পেরে। এদিন বাংলাদেশ তারকা বুদ্ধি করে বল করলেন। গতির হেরফের ঘটালেন অসাধারণ নিয়ন্ত্রণে। অশ্বিন এবং ওকস চেষ্টা করে দিল্লিকে দেড়শো রানের কাছাকাছি নিয়ে যাওয়ার। কিন্তু শক্তিশালী দিল্লির ব্যাটিং লাইনআপ এদিন থেমে যেতে হল মাত্র ১৪৭ রানে।

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
RR vs DC: মুস্তাফিজুরদের দাপটে মাত্র ১৪৭ তুলল দিল্লি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল