অশ্বিন আউট হওয়ার পর টিম সাউদি তাঁকে কিছু একটা বলেছিলেন। তার পরই দিল্লি ক্যাপিটালসের তারকা অশ্বিন তাঁকে উত্তর দেন। এর পর কেকেআরের অধিনায়কও মাঝখানে কথা বলা শুরু করেন এবং অশ্বিনকেও তাঁর সঙ্গে কথা বলতে দেখা যায়। এর পর কেকেআরের উইকেটকিপার দীনেশ কার্তিক তিনজনের মাঝে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
advertisement
দিল্লি ক্যাপিটালসের ইনিংসের ২০ ওভারে অশ্বিন এবং কেকেআর খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কি হয়। অশ্বিন এগিয়ে গিয়ে টিম সাউদির বলে বড় শট খেলেন। কিন্তু নীতিশ রানার হাতে ধরা পড়েন। এর পর অশ্বিনকে কিছু একটা বলেন টিম সাউদি। ঠিক সেই সময় মরগানও কিছু একটা মন্তব্য করেন অশ্বিনকে উদ্দেশ্য করে। তার পরই অশ্বিন সাউদির দিকে তেড়ে যান।
মিডিয়া রিপোর্ট অনুসারে, টিম সাউদি এদিন অশ্বিনকে পিচের মাঝখান দিয়ে ছুটতে বারণ করেছিলেন। সেখান থেকেই শুরু হয়েছিল কথা কাটাকাটি। এর পর হঠাৎ করে মাঠেই দিল্লি ও কলকাতার তিন ক্রিকেটারের মধ্যে তর্ক শুরু হয়। একটা সময় কেকেআর উইকেটরক্ষক দীনেশ কার্তিক এসে অশ্বিনকে ধাক্কা দিয়ে মাঠ ছাড়তে বলেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আর অশ্বিন এদিন মরগ্যানকে শূন্য রানে আউট করে দেন এবং আক্রমণাত্মক ভঙ্গিতে উদযাপন করেন। অশ্বিন ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে একটি উইকেট নেন। কেকেআর এই ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে তিন উইকেটে। আইপিএলের দ্বিতীয় পর্বে সংযুক্ত আরব আমিরশাহীতে কেকেআর চারটি ম্যাচের মধ্যে তিনটি জিতেছে। মরগ্যানের দল প্লে -অফে পৌঁছানোর জন্য মরিয়া চেষ্টা করছে।