দিল্লি ক্যাপিটালসের বোলিং লাইন দুর্দান্ত। ফলে আজ কেকেআরের ফর্মে না থাকা ব্যাটিং লাইন আরও একবার চ্যালেঞ্জের মুখে পড়বে। ব্যাটিং লাইনের বিচার করলেও দিল্লি কিন্তু কলকাতার থেকে অনেকটাই এগিয়ে। শিখর ধাওয়ান ২৬৫ রান করেছেন এখনও পর্যন্ত আইপিএলে। পৃথ্বী শ, স্টিভ স্মিথ, ঋষভ পন্থ যে কোনও সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। গত ম্যাচে অবশ্য আরসিবির কাছে হেরেছে দিল্লি। আরসিবি ওই ম্যাচে ১৭২ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল দিল্লির সামনে। ওই ম্যাচে ৯২ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছিল। এর পর সিমরন হেটমায়ার ও ঋষভ পন্থ হাফ সেঞ্চুরি করে দলকে টানেন। কিন্তু শেষ পর্যন্ত দিল্লি ম্যাচটা হারে। কলকাতার অবশ্য এবার আন্দ্রে রাসেলকে নিয়েও চিন্তার শেষ নেই। তিনি চেন্নাইয়ের বিরুদ্ধে ২২ বলে ৫৪ করেছিলেন। তবে এছাড়া তাঁর এবার তেমন পারফরম্যান্স নেই। ইশান্ত শর্মা, কাগিসো রাবাডা, আবেশ খান, অমিত মিশ্রার মতো বোলাররা রয়েছেন দিল্লিতে। ফলে কেকেআরের আজ বড়সড় চ্যালেঞ্জ সামলাতে হবে।
advertisement