মহামারী পরিস্থিতিতে আইপিএল আয়োজনের জন্য এবার বিসিসিআইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী ভনাদন শাহ। বোম্বে হাইকোর্টে তিনি এই মামলা দায়ের করেছেন। সেই আইনজীবী জানিয়েছেন, বিসিসিআইয়ের থেকে হাজার কোটি টাকা আদায় করে তা দেশে করোনা মোকাবিলায় ব্যবহার করা উচিত। তিনি জানিয়েছেন, অতিমারীতে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন হয় কী করে! আইপিএল অত্যাবশ্যকীয় পণ্য নয়। বহু মানুষ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে প্রাণ হারাচ্ছেন। বহু মানুষ চিকিৎসা পাচ্ছেন না। এমন সময় এত টাকা খরচ করে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের অর্থ কী! বরং দেশের এই দুঃসময় বিসিসিআই ওই টাকা মানুষের জন্য অনুদান দিক।
advertisement
বিসিসিআই বারবার দাবি করেছে, আইপিএল খেলতে আসা ক্রিকেটাররা বিশ্বের অন্যতম সেরা জৈব সুরক্ষা বলয়ে রয়েছে। সেখানে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু ওই আইনজীবী সেসব মানতে নারাজ। তিনি বলেছেন, ক্রিকেটাররা বায়ো বাবলে বলেছেন ঠিকই। তবে সামাজিক দূরত্ব বিধি মানছেন না। সামান্য ভুল সংক্রমণের সম্ভাবনা ডেকে আনতে পারে। এমন পরিস্থিতিতে কোনওভাবেই টুর্নামেন্ট আয়োজন মেনে নেওয়া যায় না। মাঠে নেমে এত প্লেয়ার ম্যাচ খেলছেন। সাপোর্ট স্টাফ সহ আরও অনেকেই মাঠে বসে রয়েছেন। সংক্রমনের আশংকা থেকেই যায়।