আরসিবির যা ব্যাটিং লাইন তাতে এই রান তাড়া করা তাদের পক্ষে কোনও বড় ব্যাপার নয়। তার উপর চলতি আইপিএলে আরসিবির ব্যাটসম্যানদের যা ফর্ম চলছে! গ্লেন ম্যাক্সওয়েল দুরন্ত ফর্মে রয়েছেন। বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্সও দুরন্ত খেলছেন। কিন্তু সব দিন তো আর সমান যায় না। এদিন আরসিবি পারল না। ম্যাক্সওয়েল তো এদিন খাতাই খুলতে পারলেন না। বিরাট কোহলি করলেন ৩৫। আর এবি করলেন মাত্র ৯ রান। শুরু থেকেই এদিন পঞ্জাবের দাপট ছিল ম্যাচে। আরসিবির বিরুদ্ধে কে এল রাহুলের দল ব্যাটিং ও বোলিং, দুটি বিভাগেই দুরন্ত পারফরম্যান্স করেছে। ৩৪ রানে আরসিবির বিরুদ্ধে এদিন জিতল তারা এবার আইপিএলে আরসিবি দুরন্ত ফর্মে ছিল। তবে শেষমেশ আবার আগের মতোই হঠাত্ খেই হারাতে শুরু করেছে কোহলির দল। যদিও লিগ পর্বে এখনও অনেকগুলো ম্যাচ বাকি।
advertisement
Location :
First Published :
April 30, 2021 11:08 PM IST
